WB Election 2021 LIVE Updates:প্রকাশ্যে ‘গোষ্ঠীকোন্দল’, দেগঙ্গায় বন্দুক হাতে দাপাদাপি তৃণমূল কর্মীর
ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর দেবাশিস জানার।

Background
কলকাতা: ইকো পার্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের সাক্ষাৎ ঘিরে জল্পনা। এদিন ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর দেবাশিস জানার। দুই নেতাই জানিয়েছেন, প্রাতর্ভ্রমণের সময় দেখা হওয়ায় তাঁরা সৌজন্য বিনিময় করেছেন।
উল্লেখ্য, ভোটের আগে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা তৃণমূল ছেড়়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি বারেবারেই দাবি করেছে, তৃণমূল ছেড়ে আরও নেতা ও কর্মী বিজেপিতে সামিল হবেন। এরই পরিপ্রেক্ষিতে এদিনের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে।
তৃণমূল অবশ্য নেতাদের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে দলের ক্ষতি নয়, বরং লাভই হবে।
WB Election 2021 LIVE: পামেলা গোস্বামীকে নিয়ে তাঁর পার্লারে তল্লাশি পুলিশের
নিউটাউনে শপিং মলের বিজেপি নেত্রীর পার্লারের চাবি পেল পুলিশ। পামেলাকে নিয়ে পার্লারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার হন পামেলা গোস্বামী।
WB Election 2021 LIVE Updates: আবারও রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার
‘আবারও রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার। আগামী সপ্তাহে রাজ্যে আসছেন সুদীপ জৈন। ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সুদীপ জৈন।বৈঠক করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে’, খবর সূত্রের





















