WB Election 2021: মনোনয়ন জমা ঘিরে ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি বচসা, দফায় দফায় উত্তেজনা
মনোনয়ন জমার আগে ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি বচসা, উত্তেজনা
উত্তর ২৪ পরগনা: মনোনয়ন জমা দেওয়ার আগে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ।
ব্যারাকপুরে প্রশাসনিক ভবনের বাইরে এদিন দফায় দফায় সংঘর্ষ বাধে। দুপুর গড়িয়েও নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় মনোনয়ন পেশ করে বেরনোর সময় গাড়িতে চড়াও হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। নতুন করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ বেঁধে যায়। এলাকা খালি করতে লাঠিচার্জ করে পুলিশ।
সবমিলিয়ে এদিন মনোনয়ন জমার দেওয়া ঘিরে সকাল থেকেই অশান্তি ছড়ায়। দফায় দফায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ বাধে। তৃণমূল বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ একজন বলে দাবি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, তাদের দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অন্যদিকে, বিজেপির দাবি, তাদের ওপর হামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কথা স্বীকার করা হয়নি।
এর আগে ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর মনোনয়ন জমার সময় তৃণমূল বিজেপি সংঘর্ষ বেধে যায়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ মহকুমা শাসকের অফিসে ঢোকার পরই দুপক্ষের সংঘর্ষ বাঁধে। চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হয় পুলিশের।
মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে স্ত্রী শুভশ্রীকে নিয়ে খড়দার শ্যাম মন্দিরে পুজো দেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। রাজের মনোনয়ন জমায় সঙ্গী শুভশ্রী। মনে হচ্ছিল চ্যালেঞ্জ, এখন মনে হচ্ছে ব্যারাকপুর থেকে জিতে গিয়েছি, দাবি রাজের। রাজনীতিতে এলে দিদির দলে, জানালেন শুভশ্রী।
এর আগে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার আগে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে উত্তেজনা দেখা দেয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়।
ভোটের আগে রাজনৈতিক দলগুলির বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। ভোটের প্রচারে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছেন বিভিন্ন দলের নেতারা। টানটান উত্তেজনার মধ্যেই চলছে ভোটের প্রচার। সেই উত্তাপের প্রতিফলন দেখা দিল মনোনয়ন জমা দেওয়ার সময়।