WB Election 2021: পদ্ম পতাকা হাতে নিয়েই ‘সোনার বাংলা’ গড়ার ডাক শ্রাবন্তীর
‘গয়নার বাক্স’, ‘অমানুষ’, ‘কাটমুন্ডু’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বুনো হাঁস’ ছবির অভিনেত্রী শ্রাবন্তীকে তৃণমূলের মঞ্চে একাধিকবার দেখা গেছে। তাহলে ভোটের দিন ঘোষণার ঠিক পরেই তিনি পদ্ম-দলে লাফ দিলেন কেন? তাহলে কি বিজেপির প্রার্থীতালিকায় জায়গা পেতে পারেন শ্রাবন্তী?
ঋত্বিক মণ্ডল, কলকাতা: বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পদ্ম-পতাকা হাতে নিয়েই শ্রাবন্তী সোনার বাংলা গড়ার ডাক দেন। আজ আগামী দুই দফার সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয় বঙ্গ বিজেপিতে। বিজেপির প্রার্থী তালিকায় শ্রাবন্তীর নাম থাকতে পারে বলে জল্পনা তুঙ্গে।
পদ্মে ফের গ্ল্যামারের ছোঁয়া। বিধানসভা ভোটের দিন ঘোষণার পর, এবার বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী। সোমবার সন্ধেয় জে ডব্লু ম্যারিয়ট হোটেলে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। শ্রাবন্তীর হাতে পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপিতে যোগদানের পর শ্রাবন্তী জানান, ‘‘মোদিজিকে ফলো করি, স্পিচ শুনি, ভাল লাগে, আপনাদের সাপোর্ট চাই, আমাদের বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে হবে ৷’’
‘গয়নার বাক্স’, ‘অমানুষ’, ‘কাটমুন্ডু’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বুনো হাঁস’ ছবির অভিনেত্রী শ্রাবন্তীকে তৃণমূলের মঞ্চে একাধিকবার দেখা গেছে। তাহলে ভোটের দিন ঘোষণার ঠিক পরেই তিনি পদ্ম-দলে লাফ দিলেন কেন? তাহলে কি বিজেপির প্রার্থীতালিকায় জায়গা পেতে পারেন শ্রাবন্তী? অভিনেত্রী ও বিজেপিতে যোগদানকারী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, ‘‘ভোটে দাঁড়াব কি না, সেটা পার্টি ঠিক করবে ৷’’
বিধানসভা ভোটের আগে টালিগঞ্জ এখন কার্যত আড়াআড়ি বিভক্ত। শ্রাবন্তীর আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারের মতো টলিউডের তারকারা ৷ বিজেপি সূত্রে দাবি, এবারের বিধানসভা ভোটের প্রার্থীতালিকাতেও বেশ কয়েকজন সেলিব্রিটির নাম থাকতে পারে। অন্যদিকে, তারকাদের যোগদানের নিরিখে তৃণমূলও পিছিয়ে নেই। ইতিমধ্যে ঘাসফুলের পতাকা হাতে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়রা। সূত্রের খবর, রাজ, কাঞ্চন, সায়নী, কৌশানী ও জুন মালিয়াকে তৃণমূল বিভিন্ন জেলা থেকে প্রার্থী করতে পারে।
ক্রিকেটার মনোজ তিওয়ারিকে হাওড়ায় টিকিট দেওয়া কথা ভাবা হচ্ছে বলে সূত্রের দাবি। অন্যদিকে, পদ্ম শিবিরে যোগদানকারী আরেক ক্রিকেটার অশোক দিন্দাকে বিজেপি প্রার্থী করতে পারে বলে সূত্রের দাবি। রুপোলি পর্দায় একাধিক ছবিতে দেব কিংবা সোহমের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী, পায়েলরা। কিন্তু, রাজনীতিতে এখন তাঁরা প্রতিপক্ষ। বিধানসভা ভোটের প্রচার-পর্বে এই তারকাদের টক্কর দেখা যাবে কিনা, তা নিয়েও এখন জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। সোমবার তৃণমূলের প্রার্থীতালিকা চূড়ান্ত করতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিটি। অন্যদিকে, বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে প্রার্থীতালিকা নিয়ে বৈঠক করেন বিজেপি নেতৃত্ব। সূত্রের দাবি, প্রথম দু’দফার সম্ভাব্য প্রার্থীতালিকা নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হয়।বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালন কমিটির বৈঠক রয়েছে।
তারকা-যোগদান থেকে বিজেপির প্রার্থীতালিকা সংক্রান্ত বৈঠক নিয়ে তৃণমূলের গলায় অবশ্য কটাক্ষের সুরই এদিন শোনা গিয়েছে। সূত্রের খবর, রবিবার মোদির ব্রিগেড সমাবেশের আগে বিজেপির প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা হতে পারে।