মোদির বিকাশ মডেলের স্লোগান হাতিয়ার অমিত শাহর, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের
বিধানসভা ভোটের আগে মোদির বিকাশ মডেলের স্লোগানকে তুলে ধরলেন অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দু’জনেরই মডেলই লোক দেখানো বলে দাবি করেছে বামেরা।
উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ: বিধানসভা ভোটের আগে মোদির বিকাশ মডেলের স্লোগানকে তুলে ধরলেন অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দু’জনেরই মডেলই লোক দেখানো বলে দাবি করেছে বামেরা।
মোদির মডেল, না দিদির মডেল! বিধানসভা ভোটের লড়াইকে এই দুই মডেলের লড়াইয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি।কোচবিহারের সভা থেকে সেটাই স্পষ্ট করে দিলেন অমিত শাহ। তিন বললেন, মোদির মডেল বিকাশ, দিদির মডেল বিনাশ।
২০১৪-র লোকসভা নির্বাচনের সময় মোদির গুজরাত বিকাশ মডেলকে তুলে ধরে দিল্লি দখলের ডাক দিয়েছিল বিজেপি! যদিও, বিরোধীদের বরাবরই দাবি করে, মোদির গুজরাত মডেল সম্পূর্ণভাবে ভ্রান্ত, মিথ্যা প্রচারের ওপর গড়ে তোলা একটি বিষয়! এর সঙ্গে গুজরাতের বাস্তব ছবির কোনও মিল নেই! কিন্তু, বঙ্গ বিধানসভা ভোটের আগে মোদির সেই বিকাশ মডেলের স্লোগানকেই তুলে ধরলেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন, ‘‘মমতাদিদি একজন বিফল মুখ্যমন্ত্রী। সময় এসেছে তাঁকে বদলে দেওয়ার। আপনারা এমন সরকার বাংলায় বানাবেন না, যারা সারাক্ষণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে! মোদিজির হাতে বাংলাকে তুলে দিন। তার পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাকে জুড়ে ‘ডবল ইঞ্জিন’-এ বাংলার উন্নয়ন হবে।...১০ বছর মমতাদিদিকে দিয়েছেন। এবার পাঁচটা বছর মোদিজিকে দিন। কথা দিচ্ছি, পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা বানিয়ে দেখাব।
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, মোদির মডেল ব্যর্থ, মমতার মডেল সফল।
বামেদের দাবি, মোদি-মমতা দু’জনেরই মডেলই শুধু লোক দেখানো!
মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্পকে সামনে রেখে বাংলায় হ্যাট্রিকের লড়ায়ে নেমেছেন, তখন পাল্টা ক্ষমতায় এলেই বাংলায় আয়ুষ্মান যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়ে, ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি।
অমিত শাহ বলেছেন, এ রাজ্যের কৃষকদের বছরে ৬ হাজার টাকা পাওয়ার অধিকার ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা। অনেক দেরি হয়েছে। তবে চিন্তা করবেন না। বিজেপি ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পিএম কিসান সম্মান নিধির টাকা বকেয়া সমেত কৃষকদের দেওয়ার সিদ্ধান্ত নেবে।
তৃণমূল শাহর এই বক্তব্যে অসার আখ্যা দিয়েছে।
বিজেপি দাবি করছে, নরেন্দ্র মোদির মডেল সেরা।তৃণমূল দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেলের কোনও জুড়ি নেই।আর এরইমধ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবিতে বাম ছাত্র-যুব সংগঠনগুলির ডাকে উত্তাল হল রাজপথ।
মানুষ শেষ অবধি যার ওপর ভরসা রাখবে, তার হাতেই আগামী পাঁচ বছরের জন্য নবান্নের রাশ যাবে।