WB Election 2021: বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-মারধরের অভিযোগ!
বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷
![WB Election 2021: বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-মারধরের অভিযোগ! West Bengal Election 2021: Attack on BJP Worker house in Bijpur on 6th Phase of Election WB Election 2021: বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-মারধরের অভিযোগ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/22/f6c010806e1dcde5ee795e5c5fb6a60b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বীজপুর: বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা ! ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মীকে এদিন বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ শুধু বিজেপি কর্মীই নন, মারধর করা হয় তাঁর বয়স্ক মা-কেও ৷ খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় ৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে ৷
ষষ্ঠ দফার নির্বাচন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বীজপুর, খড়দহ, কাঁচরাপাড়ায় অশান্তির খবর পাওয়া যায়। কোথাও এজেন্টকে বসতে বাধা, আবার কোথাও তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। বীজপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি মারধর করার অভিযোগও ওঠে।
এদিকে কেতুগ্রামের বামুনডিতে বিজেপি সমর্থকদের মাধরধরে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি করতে থাকে উত্তেজিত জনতা ৷ নৈহাটি বিধানসভার হাজিবাজার এলাকায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নাম লেখা মাস্ক পরে বুথের মধ্যে বসে তৃণমূলের এজেন্ট। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয় বিজেপি। পরে কেন্দ্রীয় বাহিনী ওই বুথে ঢুকলে মাস্ক খুলে ফেলেন তৃণমূলের এজেন্ট।
একঝলকে ষষ্ঠ দফার ভোট-
ভোট ষষ্ঠীতে উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ।
উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোটগ্রহণ হবে।
জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ হবে-
উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।
নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
উত্তর দিনাজপুর (৯)-
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)