WB Election 2021 news: কাল ঠাকুরনগরে অমিত শাহ, সিএএ নিয়ে কী বার্তা? তাকিয়ে মতুয়ারা
Amit Shah in Bengal: বৃহস্পতিবার একদিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
![WB Election 2021 news: কাল ঠাকুরনগরে অমিত শাহ, সিএএ নিয়ে কী বার্তা? তাকিয়ে মতুয়ারা West Bengal Election 2021: BJP Amit Shah political meeting in Thakurnagar tommorow WB Election 2021 news: কাল ঠাকুরনগরে অমিত শাহ, সিএএ নিয়ে কী বার্তা? তাকিয়ে মতুয়ারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/10/d4c5d5ae258250aca16975ae8f2a2d51_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, ঠাকুরনগর: আগামিকাল, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় মতুয়া মহাসঙ্ঘের প্রধান কেন্দ্র ঠাকুরনগরের মাঠেই অমিত শাহের জনসভা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে মতুয়ারা। অন্যদিকে অমিত শাহের সফর নিয়ে তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।
আগেরবার মঞ্চ তৈরি হয়ে গেলেও, শেষমুহূর্তে বাতিল হয়ে গিয়েছিল অমিত শাহর সভা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সেই মঞ্চ খোলা হয়নি। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মতুয়া ঠাকুরনগরের সেই মঞ্চেই সভা করতে আসছেন অমিত শাহ।
ইতিমধ্যেই অস্থায়ী হেলিকপ্টার প্যাড তৈরির কাজ শেষ হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসতেও শুরু করে দিয়েছেন মতুয়ারা।
বৃহস্পতিবার একদিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ উদ্বোধন করবেন তিনি।
দুপুর ৩টে ২০ নাগাদ উত্তর ২৪ পরগনার মতুয়া ঠাকুরনগরে পৌঁছবেন অমিত শাহ। প্রথমেই হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজো দেবেন। তারপর বেলা পৌনে চারটেয় ঠাকুরনগরের জনসভায় বক্তব্য রাখতে উঠবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। কিন্তু, সিএএ কার্যকর করার মতুয়াদের মূল দাবি যে বিধানসভা ভোটের আগে পূরণ হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছে অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, সিএএ কার্যকর করার জন্য রাজ্যসভা ও লোকসভার কমিটির তরফে কেন্দ্রকে ৯ এপ্রিল থেকে ৯ জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।
সেক্ষেত্রে ভোটের মুখে সিএএ নিয়ে মতুয়াদের একাংশের ক্ষোভ কমাতে অমিত শাহ কী বার্তা দেন, তার ওপরেই নির্ভর করছে ২১-এর বিধানসভা নির্বাচনের একাধিক আসনের ফল। কারণ, এরাজ্যে অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক।
যদিও অমিত শাহের সভাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সামনেই ভোট। তার আগে নাগরিকত্ব নিয়ে তাঁদের জন্য কোনও শাহি-বার্তা আসে কি না, সেদিকেই তাকিয়ে মতুয়ারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)