WB Election News 2021: এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ, ‘শিক্ষা বাঁচাও’ পদযাত্রায় দাবি রাজীবের
Protest Rally of BJP Education Cell: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে বিজেপির শিক্ষা সেল।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিজেপির ‘শিক্ষা বাঁচাও’ পদযাত্রা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে বিজেপির শিক্ষা সেল। মিছিলে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়া সাংসদ সৌমিত্র খাঁ, অনুপম হাজরাও এই মিছিলে যোগ দেন।
রাজীব বলেছেন, ‘শিক্ষা বাঁচাতে হবে। শিক্ষক-শিক্ষাকর্মী সহ সবাই আজ রাস্তায় নেমেছেন। শুধু শিক্ষা নয়, এই রাজ্য সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। এই রাজ্য সরকারের আমলে শিক্ষক, পার্শ্বশিক্ষকদের কী অবস্থা আমরা দেখেছি। শিক্ষার সঙ্গে যুক্ত প্রত্যেকের দৈন্যদশা। কেউ ঠিকমতো মাইনে পান না। বলা হয়েছিল পার্শ্বশিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে। কিন্তু সেটাও করা হয়নি। শিক্ষামিত্ররা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে গিয়েছিলেন। তাঁদের শ্রীঘরে ঠাঁই হয়েছে। সর্বক্ষেত্রে এই রাজ্য সরকার মানুষের জন্য কাজ করতে ব্যর্থ।’
বিজেপি-কে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘ওরা মিছিল করবে কী? আগে জাতীয় শিক্ষা নীতি ঠিক করুক।’ পাল্টা রাজীব বলেছেন, ‘এটাই হচ্ছে সমস্যা। কথায় কথায় নিজেদের কিছু বলতে গেলে আগে কেন্দ্রকে দেখিয়ে দেয়। এই কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে করেই তো রাজ্যের এই হাল। আগে তো আমি নিজের রাজ্যটাকে ঠিক করি। নিজেদের রাজ্য দেখুক, তাহলেই হবে।’
কাল থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে মিছিল করার কথা ঘোষণা করেছে তৃণমূল। এ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেছেন, ‘তৃণমূল কংগ্রেস না শিক্ষকদের ভাল রাখছে, না পার্শ্বশিক্ষকদের ভাল রাখছে, না বাংলার মানুষকে ভাল রাখছে। আগে বাংলায় শিল্প আনার কথা ভাবুক। আগে মমতাদিদিকে বলতে হবে, বাংলার মানুষ কী করে ভাল থাকবে।’