WB Election 2021:মাঠ থেকে দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র দুবরাজপুর, গাড়ি আটকে বিক্ষোভ বিজেপির, পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ
বীরভূমের দুবরাজপুরে মাঠ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি বিজেপির। মৃতদেহ উদ্ধারের পর পুলিশের গাড়ি আটকে ভাঙচুর, বিক্ষোভ বিজেপি কর্মীদের। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। গেরুয়া শিবিরের দাবি, গতকাল দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফিরে যান ওই সমর্থক। আজ সকালে ফকিরবেড়া গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।
বীরভূম: রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনে ভোট চলছে। এরইমধ্যে এক ব্যক্তির মৃতদেহ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর।
বীরভূমের দুবরাজপুরে মাঠ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি বিজেপির। মৃতদেহ উদ্ধারের পর পুলিশের গাড়ি আটকে ভাঙচুর, বিক্ষোভ বিজেপি কর্মীদের। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। গেরুয়া শিবিরের দাবি, গতকাল দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফিরে যান ওই সমর্থক। আজ সকালে ফকিরবেড়া গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। বিজেপির দাবি, মৃত্যুর পিছনে তৃণমূলের হাত রয়েছে। সকালে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।চলতে থাকে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট ছোঁড়া হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।
তৃণমূলের তরফে এই ঘটনার তদন্তের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির অভিযোগ অস্বীকার করা হয়েছে।