WB Election 2021 Voting LIVE: ভোটের দিন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রার্থী মদন মিত্র
West Bengal Election 2021, Fifth Phase Voting Percentage LIVE Updates:একঝলকে পঞ্চম দফার ভোট- উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহন।
LIVE
Background
কলকাতা: রাজ্য বিধানসভার পঞ্চম দফার নির্বাচনে রাজ্যের ৪৫ কেন্দ্রে ভোট গ্রহণ আজ। ৬ জেলায় মোট ৪৫টি আসনে হবে ভোটগ্রহণ হবে।
একঝলকে পঞ্চম দফার ভোট-
উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহন।
জেলাভিত্তিক যে যে বিধানসভা আসনে ভোট-
উত্তর ২৪ পরগনা (১৬)-
পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।
পূর্ব বর্ধমান (৮)-
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।
নদিয়া (৮)-
শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।
জলপাইগুড়ি (৭)-
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।
দার্জিলিং (৫)-
দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।
কালিম্পং (১)-
কালিম্পং।
ভোটগ্রহণ নির্বিঘ্নে করতে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে।
WB Election 2021 LIVE: হাড়োয়ায় তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে
হাড়োয়ার দোগাছিয়ার মণ্ডলপাড়ার ভোটের শেষ লগ্নে অশান্তি। তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ। জমায়েত হঠাতেই অভিযান, জানাল হল বাহিনী সূত্রে।
WB Election 2021 Voting LIVE: অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
ভোটের দিন অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁকে অক্সিজেন মাস্ক দিতে হয়। তৃণমূলের প্রার্থীর চিকিৎসায় তৃণমূল পার্টি অফিসে এলেন চিকিৎসক।
WB Election 2021 Voting LIVE: বিকেল ৫ টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ৭৮.৩৬ শতাংশ
বিকেল ৫ টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ৭৮.৩৬ শতাংশ।
জলপাইগুড়িতে ভোটের হার ৮১.৭৩ শতাংশ। কালিম্পংয়ে ৬৯.৫৬ শতাংশ,
দার্জিলিংয়ে ৭৪.৩১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৭৪.৮৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮১.৭২ শতাংশ ও
নদিয়ায় ৮১.৫৭ শতাংশ।
WB Election 2021 Voting LIVE: কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা, আহত বিজেপি প্রার্থী
কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা। আহত বিজেপি প্রার্থী। বহিরাগতদের এনে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
WB Election 2021 LIVE: গয়েশপুরে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব
দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত কল্যাণীর গয়েশপুর। বোমাবাজি, বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব তৃণমূলের। ছাড় পেলেন না বিজেপির বুথ সভাপতির বৃদ্ধ বাবাও। বিজেপি করায় হামলা চালানো হয় বলে দাবি তাঁদের। বিজেপি নেতার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী।