WB Election 2021: শিলিগুড়িতে গুরু-শিষ্যের লড়াই!
West Bengal Assembly Election 2021: সদ্য সিপিএম ছেড়ে বিজেপিতে আসা শঙ্কর ঘোষকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির।
সনৎ ঝা, শিলিগুড়ি: বিধানসভা ভোট আসতে চললেও, শিলিগুড়িতে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। কিন্তু, জল্পনা চলছে সদ্য সিপিএম ছেড়ে বিজেপিতে আসা শঙ্কর ঘোষকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। এই অবস্থায় জনসংযোগ শুরু করে দিলেন বিজেপি নেতা। এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
একদা গুরু-শিষ্য আজ রাজনৈতিক প্রতিপক্ষ। তাঁদের দ্বৈরথ ঘিরেই এখন সরগরম শিলিগুড়ি। সিপিএমে থাকাকালীন জেলা রাজনীতিতে অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার জুটির ছায়াসঙ্গী ছিলেন শঙ্কর ঘোষ। বিজেপি-তে যোগ দেওয়ার পর সেই পুরনো মেন্টরের বিরুদ্ধেই সরব তিনি। শঙ্কর ঘোষের কটাক্ষ, ‘’বাম-কংগ্রেস-আব্বাসের জোট ক্ষমতায় আসবে, এটা সাধারণ মানুষের কাছে অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখার মতো। আর শিলিগুড়িতে গত ৫ বছরে শুধুই ঘাত-প্রতিঘাত আর চিঠি। মানুষ চিঠিতে বিশ্বাস করে না।’
আসন্ন বিধানসভা ভোটে বহু কেন্দ্রে ছাত্র-যুব নেতাদের প্রার্থী করা হলেও, শিলিগুড়িতে পুরনো সৈনিকের ওপরেই আস্থা রেখেছে আলিমুদ্দিন স্ট্রিট। পাঁচবারের সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যকে শিলিগুড়িতে বাম, কংগ্রেস, আইএসএফ জোটের প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। বিজেপি এখনও শিলিগুড়ির প্রার্থী ঠিক করতে পারেনি। তবে, জল্পনা চলছে সিপিএম থেকে বিজেপিতে আসা শঙ্কর ঘোষকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির।
এই পরিস্থিতিতে জনসংযোগও শুরু করে দিয়েছেন শঙ্কর। পাড়ায় পাড়ায় চা-চক্রে যোগ দিচ্ছেন। বুধবার শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে জন সংযোগ সারেন বিজেপি নেতা। সেখান থেকেই, অশোক ভট্টাচার্যকে আক্রমণ করেন তিনি। শুধু সিপিএমকেই নয়, তৃণমূলকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা। যদিও, দুঁদে রাজনীতিবিদ অশোক ভট্টাচার্য এসবে গুরুত্ব দিতে নারাজ। শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ, ‘উনি তো সদ্য বিজেপিতে গেছেন। ওঁর ট্রেনিং চলছে। ফলে যা খুশি তাই বলবেন।’
শিলিগুড়ির বিজেপি নেতা শঙ্কর ঘোষের আক্রমণ, ‘শিলিগুড়ির আকাশ-বাতাস কিছুই চেনেন না। সিপিএমের সঙ্গে গোপন চক্রান্তে প্রার্থী করা হয়েছে।’ পাল্টা শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রের দাবি, ‘সিপিএম তো বিজেপিকে নিয়ে এসেছে। হাতে চে-কে নিয়ে এখন নামাবলী জড়িয়েছেন।’
১৭ এপ্রিল পঞ্চম দফায় শিলিগুড়িতে ভোটগ্রহণ।