WB Election 2021 Voting LIVE: পাঁচটা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ
West Bengal Election 2021, Fourth Phase Voting Percentage LIVE Updates:আজ রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।
LIVE

Background
কলকাতা: আজ রাজ্য বিধানসভা নির্বাচনের (WB Election 2021) চতুর্থ দফায় ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।
কোন কোন আসনে ভোট-
কোচবিহার (৯)- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।
আলিপুরদুয়ার(৫)- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।
দক্ষিণ ২৪ পরগণা (১১)- সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ।
হাওড়া (৯)-উত্তর হাওড়া, বালি, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড়, উলুবেড়িয়া পূর্ব।
হুগলি (১০)- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।
WB Election Voting LIVE: বলাগড়ে ভোটের শেষলগ্নে অশান্তি, তৃণমূল ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
বলাগড়ে ভোটের শেষলগ্নে অশান্তি। তৃণমূল ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। লাঠিচার্জে আহত কয়েকজন। এলাকায় তীব্র বিক্ষোভ। ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া জানা যায়নি।
WB Election Phase 4 Voting LIVE: জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রাবন্তী, কটাক্ষ পার্থর
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রাবন্তী, কটাক্ষ পার্থর
WB Election Voting LIVE: চণ্ডীতলায় বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তকে গো ব্যাক স্লোগান
চণ্ডীতলায় বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তকে গো ব্যাক স্লোগান। ছাপ্পা ভোট ধরে ফেলাতেই বিক্ষোভ, বললেন যশ।
WB Election Voting LIVE: অধ্যাপকের নামে প্রক্সি ভোট
মুকুন্দপুরের একটি বুথে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের এক অধ্যাপকের নামে প্রক্সি ভোট। প্রতিবাদ জানিয়ে টেন্ডার ভোট দিলেন তিনি।
WB Election 2021 Voting Percentage: বিকেল পাঁচটা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ
বিকেল পাঁচটা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ।
কোচবিহারে ভোট পড়েছে ৭৯.৭৩ শতাংশ। আলিপুর দুয়ারে ৭৩.৬৫ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৭৫.৪৯ শতাংশ, হাওড়ায় ৭৫.০৩ শতাংশ ও হুগলিতে ৭৬.০২ শতাংশ ভোট পড়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
