WB Election 2021 LIVE Updates: অষ্টম দফার ভোটে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Election 2021 LIVE Updates: নির্দল প্রার্থীর মৃত্যু হলেও, ২৯ এপ্রিল বৈষ্ণবনগরে ভোট
LIVE

Background
West Bengal Election 2021 LIVE: বীরভূমের নানুরে ফের উদ্ধার হল তাজা বোমা
বীরভূমের নানুরে ফের উদ্ধার হল তাজা বোমা। থুপসারার পর এবার বোমা উদ্ধার হল সাঁতরা গ্রামে। যা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার আমডাঙাতেও ফের বোমা উদ্ধার হয়েছে।
WB Election 2021 LIVE: শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে ২৯ এপ্রিল ভোট
শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে ২৯ এপ্রিল ভোট। স্থানীয়দের অবহিত করতে প্রচার চালাল স্থানীয় প্রশাসন। বিডিও-র উপস্থিতিতে চলল প্রচার। ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট ছিল শীতলকুচিতে। বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর পর স্থগিত হয়ে যায় ভোটগ্রহণ।
West Bengal Election 2021 LIVE: অষ্টম দফার ভোটে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
অষ্টম দফার ভোটে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় ভোটে মোতায়েন থাকছে ৯৫ কোম্পানি বাহিনী। বীরভূমে থাকছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় থাকছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নির্দল প্রার্থীর মৃত্যু হলেও, ২৯ এপ্রিল বৈষ্ণবনগরে ভোট।
WB Election 2021 LIVE: ফের কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল
ফের কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল। আজ বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ‘নজরবন্দি’। বীরভূমে ভোটের আগে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ২৯ এপ্রিল শেষদফায় ভোট বীরভূমে।
West Bengal Election 2021 LIVE: সিদ্ধান্ত কার্যকর হলে ভাল, মত সৌগতর, আমরা মেনে নেব, প্রতিক্রিয়া জয়প্রকাশের
কমিশনের এই সিদ্ধান্ত কার্যকর হলে ভাল। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। কমিশনের সিদ্ধান্ত আমরা মেনে নেব। মন্তব্য রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
