(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 LIVE Updates: অষ্টম দফার ভোটে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Election 2021 LIVE Updates: নির্দল প্রার্থীর মৃত্যু হলেও, ২৯ এপ্রিল বৈষ্ণবনগরে ভোট
LIVE
Background
করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। যখন ভোট প্রচার চলছিল, তখন আপনারা কী অন্য গ্রহে ছিলেন? কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের। সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব। হুঁশিয়ারি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের। গণনার দিন কোভিড প্রোটোকল মানা নিয়ে কী ভাবছে কমিশন, ৩০ এপ্রিলের মধ্যে তা নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের।
করোনার দাপটে মানব সভ্যতা যখন সঙ্কটের মুখে, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল আদালত। তবে মাদ্রাজ হাইকোর্ট প্রথম নয়, এর আগে কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট কিম্বা ইলাহাবাদ হাইকোর্ট করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে আদালত। কখনও কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছেন বিচারপতিরা, কখনও কমিশনকে তার ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছে আদালত।
পরিসংখ্যান বলছে, চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট শুরু হয়েছে ২৭ মার্চ থেকে। সেদিন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৬৫২। সোমবার পর্যন্ত সংখ্যাটা বেড়ে হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১৬৩। অর্থাৎ শুধু গত এক মাসেই দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ লক্ষ ৬৬ হাজার ৫১১ জন। ২৭ মার্চ, বিধানসভা ভোট শুরুর দিন পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ৮৩ হাজার ৮৩৯ জন। রবিবার, ২৫ এপ্রিল পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৯৫০ জন। অর্থাৎ শুধু গত একমাসে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ৬০ হাজার ১১১ জন।
West Bengal Election 2021 LIVE: বীরভূমের নানুরে ফের উদ্ধার হল তাজা বোমা
বীরভূমের নানুরে ফের উদ্ধার হল তাজা বোমা। থুপসারার পর এবার বোমা উদ্ধার হল সাঁতরা গ্রামে। যা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার আমডাঙাতেও ফের বোমা উদ্ধার হয়েছে।
WB Election 2021 LIVE: শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে ২৯ এপ্রিল ভোট
শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে ২৯ এপ্রিল ভোট। স্থানীয়দের অবহিত করতে প্রচার চালাল স্থানীয় প্রশাসন। বিডিও-র উপস্থিতিতে চলল প্রচার। ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট ছিল শীতলকুচিতে। বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর পর স্থগিত হয়ে যায় ভোটগ্রহণ।
West Bengal Election 2021 LIVE: অষ্টম দফার ভোটে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
অষ্টম দফার ভোটে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় ভোটে মোতায়েন থাকছে ৯৫ কোম্পানি বাহিনী। বীরভূমে থাকছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় থাকছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নির্দল প্রার্থীর মৃত্যু হলেও, ২৯ এপ্রিল বৈষ্ণবনগরে ভোট।
WB Election 2021 LIVE: ফের কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল
ফের কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল। আজ বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ‘নজরবন্দি’। বীরভূমে ভোটের আগে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ২৯ এপ্রিল শেষদফায় ভোট বীরভূমে।
West Bengal Election 2021 LIVE: সিদ্ধান্ত কার্যকর হলে ভাল, মত সৌগতর, আমরা মেনে নেব, প্রতিক্রিয়া জয়প্রকাশের
কমিশনের এই সিদ্ধান্ত কার্যকর হলে ভাল। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। কমিশনের সিদ্ধান্ত আমরা মেনে নেব। মন্তব্য রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের।