West Bengal Election 2021: টিকিট পেলেন পাপিয়া অধিকারী, ৪ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
তৃতীয় দফায় বিজেপির আরও ৪ প্রার্থীর নাম ঘোষণা করা হল বুধবার
কলকাতা: বিধানসভা নির্বাচন শুরু হতে দিন দশেক বাকি। তৃতীয় দফায় বিজেপির আরও ৪ প্রার্থীর নাম ঘোষণা করা হল বুধবার রাতে। বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী হয়েছেন চন্দন মণ্ডল। ফলতায় বিজেপি প্রার্থী হয়েছেন বিধান পাড়ুই। উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি প্রার্থী হয়েচেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী হয়েছেন অনুপম ঘোষ।
ঠিক এক মাস আগে, ১৭ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিয়েছিলেন পাপিয়া অধিকারী। কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন পাপিয়া। সেদিন তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিলেন যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য। যশ আগেই বিজেপির টিকিট পেয়েছেন। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন অভিনেতা। এবার গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় যুক্ত হল আরও একটি নাম। পাপিয়া।
এই নিয়ে মোট চারবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তবে এর মধ্যেই প্রার্থী তালিকা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্দরেই। সেই ক্ষোভ আছড়ে পড়েছিল রাজপথেও। কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের বাইরে দুদিন ধরে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মী-সমর্থকেরা। সেই ক্ষোভ সামাল দিতে নিউটাউনের হোটেলে রাতভর বৈঠক করতে হয়েছে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বকে। তারপরই ফের বাকি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করতে বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নয়াদিল্লির বাসভবনে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই বৈঠকের মাঝেই চার প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি। রাজনৈতিক মহলের খবর, দিলীপ ঘোষ ও মুকুল রায়কে প্রার্থী করা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে মুকুলকে প্রার্থী করতে মরিয়া বিজেপি নেতৃত্ব।
প্রার্থীদের পছন্দ না হওয়ায় বুধবারও বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মীরা। সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলেরই একাংশ। মাত্র এক সপ্তাহ আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কেউ কী করে টিকিট পান, প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্বের একাংশ।