WB Election 2021: লক্ষ্য জনসংযোগ, আসানসোলে বিজেপি নেতার উদ্যোগে নগরকীর্তন
Asansol: প্রায় তিন কিলোমিটার পথ পরিক্রমায় জমজমাট কীর্তনে যোগ দেন শতাধিক মানুষ।

কৌশিক গাঁতাইত, আসানসোল: উন্নয়ন এবং নগরায়নকে টেক্কা দিতে এবার নেতার নগরকীর্তন। দুর্গাপুজো থেকে জলসা-এসব উৎসব অনুষ্ঠানের মাধ্যমে আসানসোলকে প্রচারের আলোয় তুলে এনেছিলেন একদা তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। পরে শাসক দলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। একের পর এক মামলায় জর্জরিত হয়ে পড়েন তিনি। সেসব মামলা এখন বিচারাধীন। বছরখানেক আগেই যোগ দেন বিজেপি-তে। পেয়েছেন দলের রাজ্য কমিটির সদস্যপদও। মিটিং-মিছিল চলছে সমানতালে। কিন্তু শান্তি যেন কোথাও হারিয়ে গিয়েছে। সেই অধরা শান্তির খোঁজেই মানুষের মধ্যে প্রেম-ভালবাসা বিতরণের উদ্দেশে বসন্ত চতুর্থীর দিন আয়োজন করলেন নগরকীর্তন ও হরিনাম সংকীর্তনের।
এদিন আসানসোলের রবীন্দ্র নগর থেকে রাধানগর হয়ে প্রায় তিন কিলোমিটার পথ পরিক্রমায় জমজমাট কীর্তনে যোগ দেন শতাধিক মানুষ। এরপর মঙ্গলারতি এবং শিশুদের জন্য ‘কৃষ্ণ সাজো’ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
কৃষ্ণেন্দু জানান, ‘হরিনাম ও কৃষ্ণ নামের মধ্যে দিয়ে ভালবাসার বিতরণ হয় এবং তাতেই শান্তি পাওয়া যাবে বলে মনে করছি।’





















