WB Election 2021: ভোটের মধ্যেই ধাক্কা তৃণমূলের! দু’বারের বিধায়ক অমল আচার্য যোগ দিলেন বিজেপিতে
এবার ভোট চলাকালীনই উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলে বড় ভাঙন ধরাল বিজেপি। তৃণমূলের সঙ্গে প্রায় দেড় দশকের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন অমল আচার্য। ২০১১ ও ২০১৬-র বিধানসভা ভোটে ইটাহার থেকে তৃণমূলের হয়ে জেতেন তিনি ৷
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ভোটের মধ্যে উত্তর দিনাজপুরে ধাক্কা খেল তৃণমূল। ইটাহারের দু’বারের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য বিজেপিতে যোগ দিলেন। জেলা রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ নেতার দলবদল গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায়, ভোটের মুখে একের পর বিক্ষুব্ধ বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন! রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ি, দীপেন্দু বিশ্বাস...৷
এবার ভোট চলাকালীনই উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলে বড় ভাঙন ধরাল বিজেপি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রায় দেড় দশকের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন অমল আচার্য। ২০১১ ও ২০১৬-র বিধানসভা ভোটে ইটাহার থেকে তৃণমূলের হয়ে জেতেন তিনি ৷
প্রায় ৯ বছর উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি ছিলেন অমল আচার্য। কিন্তু, এবার আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন অমল আচার্য।
বিজেপিতে যোগদানকারী তৃণমূল নেতা অমল আচার্য বলেন, ‘‘এই কাটমানি, গরু পাচারের সরকার আর থাকবে না, মোদির নেতৃত্বে সোনার বাংলা গড়ব আমরা, আমি মাঠে নামব, ইটাহারে যারা সংখ্যালঘু ভোটের ঠিকা নিয়ে দাঁড়িয়েছেন তাঁরা সাবধান ৷’’
উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, ‘‘দিদি নাটক করছিল এক পা ভেঙেছে, এখন দু’পা ভেঙে গেল, কী ভাবে খেলবে, আমরা এখানে জিততাম, আরও নিশ্চিত হল ৷’’
আগামী ২২ এপ্রিল উত্তর দিনাজপুরের ৯ আসনে ভোট ৷ আর তার ঠিক আগে জেলার দাপুটে নেতা দল ছাড়লেও, বিষয়টিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল অগ্রবাল বলেন, ‘‘ইটাহারে আমাদের সংগঠন ভাল, জেলাতেও ভাল, উনি বিজেপিতে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না, বিষয়টি আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছে ৷ ’’
অমল আচার্যের মেয়ে তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ৷ বাবার দলবদলের পর মেয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা।