(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 Voting: ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশের
তৃণমূল ক্যাম্প অফিস থেকেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ
উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল ক্যাম্প অফিস থেকেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ।
এদিন সকাল থেকেই উত্তপ্ত ব্যারাকপুর। ভোটপর্ব শুরুর আগে থেকেই বিভিন্ন দিক থেকে একাধিক ঘটনার খবর আসতে শুরু করে। কোথাও বোমাবাজি, তো কোথাও বিক্ষোভ।
গতকালের শীলভদ্র দত্তের বাড়িতে বোমাবাজির ঘটনা আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে রহড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বন্দিপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ প্রসেনজিৎ সাহা কে গ্রেফতার করেছে।
ব্যারাকপুরের লালকুঠি এলাকায় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান বিজেপি কর্মীদের। এনিয়ে এলাকায় উত্তেজনা। বহিরাগতদের নিয়ে এসে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছেন রাজ চক্রবর্তী, দাবি বিজেপির। তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ব্যারাকপুরের নতুনপাড়ায় বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে এলাকায় যান বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা। তাঁর অভিযোগ, ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসের মদতেই হামলা চলে।অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ব্যারাকপুর বিধানসভার জিসি রোডে দোকান খুলে রাখায় ব্যবসায়ীদের সতর্ক করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। দোকানের সামনে জমায়েত থেকে অশান্তি ছড়ালে সেই দায় দোকান মালিকের। এই বলে দোকান মালিকদের সতর্ক করে কেন্দ্রীয় বাহিনী।
আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-
উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।
নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
উত্তর দিনাজপুর (৯)-
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।