WB Elections 2021 Live Updates: হাওড়ায় রাজীবকে কালো পতাকা, বিক্ষোভকারীর উপরে লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর
West Bengal Assembly Elections 2021: গোসাবার বাদামতলা এলাকায় বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, দাবি তৃণমূলের।
LIVE
Background
কলকাতা: ভবানীপুর নয়, একমাত্র নন্দীগ্রাম থেকেই ভোটে লড়বেন। ২৯১ আসনের প্রার্থীতালিকা প্রকাশ করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন? পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ভোটে বাহিনী নিয়েও তরজায় জড়িয়েছে দু’পক্ষ।
ভবানীপুর নয়, নন্দীগ্রাম। দুটি বিধানসভা কেন্দ্র নয়, একটি মাত্র কেন্দ্র থেকেই এবারের হাইভোল্টেজ বিধানসভা ভোটে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লড়াইয়ের শেষে কার মুখে হাসি থাকবে, আর কে রংয়ে মাতোয়ারা হবে, তা নিয়ে এখন জোর বাগযুদ্ধ।
মমতা বলেছেন, ‘ভবানীপুর থেকে এখনও পর্যন্ত ৭ বার প্রতিদ্বন্দ্বিতা করেছি। সংসদীয় নির্বাচনে সেখান থেকে ৫ বার জিতেছি। ২ বার বিধায়ক নির্বাচিত হয়েছি। প্রয়োজন হলে পরে আবার দাঁড়াব। কিন্তু এ বারে ভবানীপুর সহকর্মী শোভনদেব চট্টোপাধ্যায়কে দিচ্ছি। ওঁর বাড়ি ওখানে। ওই পাড়ায় মানুষ হয়েছেন। তা ছাড়া আমি ভবানীপুরে দাঁড়ালাম কী না দাঁড়ালাম, সেটা বড় কথা নয়। ভবানীপুর আমার হাতের মুঠোয় থাকে। ক্লাব, পুজো কমিটি সবটাই করি। এটা স্মাইলি ভোট। ২ মের পর আপনাদের মুখেও স্মাইল থাকবে, আমার মুখেও স্মাইল থাকবে।’
পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘কেন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন? কারণ, ওখানে লড়াই করতে ভয় পেয়েছেন মাননীয়া। এ বার ভবানীপুরে দাঁড়ালে উনি নিশ্চিত হেরে যেতেন। লড়াইয়ের ময়দানে দেখা হবে। আর ২ তারিখে গননার দিন এখানে সবুজ আবির সরিয়ে গেরুয়া আবির ওড়াব। মেদিনীপুরের মাটি, দুর্জয় ঘাঁটি।’
ভোটে পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও দুপক্ষের মধ্যে এখন জোর তরজা। মমতা বলেছেন, ‘আমি চাই রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় পুলিশ হাতে হাত মিলিয়ে কাজ করুক। তবে বাইরে এসে কারোর জন্য ভোট করাব কিংবা কারোর নির্দেশে কাজ করব এটা যেন না হয়।’
পাল্টা বাবুল সুপ্রিয় বলেছেন, ‘নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে তারা ভোট লুঠ রুখতে ব্যবস্থা নিয়েছে। মমতা জানেন, এবার সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে।’
নবান্নের রাশ আগামী ৫ বছর কার হাতে? এখন বাগযুদ্ধ। আট দফায় ভোটযুদ্ধ। ২ মে ফল ঘোষণা।
WB Election 2021 LIVE: হাওড়ায় রাজীবকে কালো পতাকা, বিক্ষোভকারীর উপরে লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর
হাওড়ার সলপে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা। এক বিক্ষোভকারীর উপরে নিরাপত্তারক্ষীর লাঠিচার্জ ঘিরে উত্তেজনা। প্রতিবাদে অবরোধ। ঘটনাস্থলে ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ। বাহিনী দিয়ে সন্ত্রাস তৈরির চেষ্টা, অভিযোগ তৃণমূলের। ব্যক্তিগত হতাশা থেকেই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ, পাল্টা অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal Election 2021 LIVE: খালোড় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন বাগনানের তৃণমূল প্রার্থী
বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন খালোড় কালীবাড়িতে পুজো দিয়ে শুরু করেন প্রচার। মন্দিরে আসা নবদম্পতিদের কাছেও ভোট দেওয়ার আবেদন জানান বাগনানের গত ২ বারের বিধায়ক। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী।
WB Election 2021 LIVE: সতীপীঠ ফুল্লরায় পুজো দিয়ে প্রচার শুরু লাভপুরে তৃণমূলের প্রার্থীর
লাভপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। এদিন সতীপীঠ ফুল্লরায় পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। দেওয়াল লেখার পাশাপাশি, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। এবারের ভোটে তিনি নতুন মুখ। গত বিধানসভা নির্বাচনে লাভপুর কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম। পরে তিনি বিজেপিতে যোগ দেন।
West Bengal Election 2021 LIVE: 'পোস্টাল ব্যালটের কারচুপির আশঙ্কা', পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ বিজেপির
রাজ্যে এসেই পরপর বৈঠকে ২ পুলিশ পর্যবেক্ষক। সিইও, এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক। ২ পুলিশ পর্যবেক্ষকের কাছে বিজেপির প্রতিনিধিদল। ভোটের অশান্তির আশঙ্কায় পর্যবেক্ষকের কাছে নালিশ। পুলিশের পোস্টাল ব্যালটের কারচুপির আশঙ্কায় অভিযোগ। আগের ভোটে অশান্তির প্রসঙ্গ তুলে অভিযোগ।
WB Election 2021 LIVE: বিজেপিতে যোগ দিয়েছেন, দাবি জটু লাহিড়ির
বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করলেন শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। প্রার্থীপদ না পাওয়ায় অসম্মানিত হয়েই সিদ্ধান্ত, জানিয়েছেন শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। এরকম কোনও খবর তাঁর কাছে নেই, দাবি বিজেপির জেলা সভাপতির।