WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: পশ্চিমবঙ্গে ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে বিজেপি, সমীক্ষা সি ভোটারের
Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: আজ সপ্তম দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। বরানগরে উপনির্বাচন। মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রায় ২ হাজার কিউআরটি।
LIVE
Background
কলকাতা: বিকেল পাঁচটা পর্যন্ত বঙ্গের ৯ টি লোকসভায় ভোটদানের গড় হার ৬৯.৮৯ শতাংশ। এর মধ্যে দমদমে ভোট পড়েছে ৬৭.৬০ শতাংশ, বারাসতে ৭১.৮০, বসিরহাটে ৭৬.৫৬, জয়নগরে ৭৩.৪৪, মথুরাপুরে ৭৪.১৩, ডায়মন্ডহারবারে ৭২.৮৭, যাদবপুরে ৭০.৪১, কলকাতা দক্ষিণে ৬০.৮৮ ও কলকাতা উত্তরে ৫৯.২৩ শতাংশ। অন্যদিকে বরানগর বিধানসভার উপনির্বাচনে পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ৬৬.৭০ শতাংশ।
শেষ দফার ভোটে দফায় দফায় অগ্নিগর্ভ সন্দেশখালি। বেড়মজুর সহ একাধিক এলাকায় পুলিশ-গ্রামবাসী খণ্ডযুদ্ধ। গ্রামবাসীদের ইটবৃষ্টি, পাল্টা ইট ছুঁড়ল পুলিশ। পুলিশি অত্যাচারের অভিযোগে মহিলাদের মিছিল। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের কাঁদানে গ্যাস
শেষ দফার ভোটেও দিকে দিকে অশান্তি। সংঘর্ষ, বোমাবাজি থেকে মারধর। বিক্ষোভের মুখে প্রার্থীরা। আক্রান্ত ভোটারও। গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত।
ভোটদানে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। সেখানকার আগারহাটি অঞ্চলে পুলিশের মদতে তৃণমূল ভোট দিতে বাধা দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
আজ, পয়লা জুন সপ্তম দফার ভোট ( Loksabha Election 2024 ) । শেষ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে ৯টি আসনে লড়াই করছেন একগুচ্ছে হেভিওয়েট প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাপস রায়, সৃজন ভট্টাচার্য সকলেই রয়েছেন সেই তালিকায়।
শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। কেন্দ্রগুলি হল -
- বারাসাত
- দমদম
- বসিরহাট
- জয়নগর
- মথুরাপুর
- ডায়মন্ড হারবার
- যাদবপুর
- কলকাতা দক্ষিণ
- কলকাতা উত্তর
এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন। সপ্তম দফায় মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০ টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ টি টি বুথ স্পর্শকাতর। ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ১ হাজার ৯৫৮ টি। সপ্তম দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ৩৩ হাজার ২৯৩।
সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায়। অশান্তি এড়াতে ৬০০ টি কুইক রেসপন্স টিম থাকবে শহরে। স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তায়। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে স্ট্রং রুমের বাইরে। স্ট্রং রুমের বাইরে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ ও লাঠিধারী পুলিশ ।
দমদমে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৯২। এর মধ্যে ৫৭২ টি বুথ স্পর্শকাতর। বারাসাত লোকসভা কেন্দ্রে ১ হাজার ৯৯১ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ২৭০ টি। এবারের নির্বাচনে এরাজ্যের অন্যতম বড় ইস্যু সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনেই রয়েছে এই বিধানসভা। এই লোকসভা কেন্দ্র স্পর্শকাতর বুথের সংখ্যাও চোখে পড়ার মতো।
বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৮২। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১ হাজার ৯৬ টি। জয়নগরে মোট ১ হাজার ৮৭৯ টি বুথ রয়েছে। এর মধ্যে ৬৮৬ টি বুথ স্পর্শকাতর। মথুরাপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৯৮। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২০ টি। ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ডায়মন্ড হারবারে ১ হাজার ৯৬১ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ১৯৮ টি।সপ্তম দফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রের গুরুত্ব কম নয়। এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। তাঁকে হারাতে তরুণ মুখ সৃজন ভট্টাচার্যের ওপর ভরসা রেখেছে সিপিএম।
যাদবপুরে , মোট বুথের সংখ্যা ২ হাজার ১২০। তার মধ্যে ৩২৩ টি বুথ স্পর্শকাতর। এরাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কলকাতা দক্ষিণ। এই কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ২ হাজার ৭৮ টি বুথ রয়েছে। ১১৭ টি বুথ স্পর্শকাতর।
কলকাতা উত্তরে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৯ টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬৬। জলপথে যেতে হবে বলে বৃহস্পতিবারই যাবতীয় সরঞ্জান নিয়ে রওনা দিলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও পাথরপ্রতিমার ভোট কর্মীরা।
Loksabha election 2024 phase 7 : সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশেনারা মিশ্রকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশেনারা মিশ্রকে বুথের মধ্যেই হেনস্থার অভিযোগ উঠল। দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিমের এজেন্ট হিসেবে কাজ করছিলেন রোশেনারা। বালিগঞ্জের ২১৭ নম্বর বুথে রোশেনারার সঙ্গে তৃণমূল এজেন্টের বচসা বাঁধে। এর ফলে বুথের ভিতর তুমুল উত্তেজনা দেখা দেয়। এদিকে সূর্যকান্ত মিশ্রের মেয়ে মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ তৃণমূলের।
WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: ক্যানিংয়ে ভোট দিতে যাওয়ার পথে মাথা ফাটল ৫ বিজেপি কর্মীর
সন্দেশখালির ছায়া দেখা গেল ক্যানিংয়েও। ভোট দিতে যাওয়ার পথে মাথা ফাটল ৫ জন বিজেপি কর্মীর। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে গেরুয়া শিবির। ক্যানিংয়ের মৈপীঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষে হাত ভাঙল বিজেপি ও তৃণমূল কর্মীর। পাশাপাশি ক্যানিংয়ে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Lok sabha election 2024 phase 7 : ভোটের শেষ পর্বে ভাঙড়ে দফায় দফায় অশান্তি
ভোটগ্রহণের শেষ লগ্নে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটল ভাঙড়ে। উঠল আইএসএফের পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ।
WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে 'ভুয়ো' এজেন্ট, ধরলেন সিপিএম প্রার্থী
পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে 'ভুয়ো' এজেন্ট, ধরলেন সিপিএম প্রার্থী শায়রা শা হালিম। তৃণমূলের বিরুদ্ধে বুথে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী। সিপিএম প্রার্থী চ্য়ালেঞ্জ করতেই দৌড়ে পালালেন 'ভুয়ো' এজেন্ট।
Lok sabha election 2024 phase 7 :গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত
গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত। শেষ দফার ভোটেও দিকে দিকে অশান্তি। সংঘর্ষ, বোমাবাজি থেকে মারধর। বিক্ষোভের মুখে প্রার্থীরা। আক্রান্ত ভোটারও।