WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: পশ্চিমবঙ্গে ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে বিজেপি, সমীক্ষা সি ভোটারের
Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: আজ সপ্তম দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। বরানগরে উপনির্বাচন। মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রায় ২ হাজার কিউআরটি।
LIVE

Background
Loksabha election 2024 phase 7 : সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশেনারা মিশ্রকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশেনারা মিশ্রকে বুথের মধ্যেই হেনস্থার অভিযোগ উঠল। দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিমের এজেন্ট হিসেবে কাজ করছিলেন রোশেনারা। বালিগঞ্জের ২১৭ নম্বর বুথে রোশেনারার সঙ্গে তৃণমূল এজেন্টের বচসা বাঁধে। এর ফলে বুথের ভিতর তুমুল উত্তেজনা দেখা দেয়। এদিকে সূর্যকান্ত মিশ্রের মেয়ে মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ তৃণমূলের।
WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: ক্যানিংয়ে ভোট দিতে যাওয়ার পথে মাথা ফাটল ৫ বিজেপি কর্মীর
সন্দেশখালির ছায়া দেখা গেল ক্যানিংয়েও। ভোট দিতে যাওয়ার পথে মাথা ফাটল ৫ জন বিজেপি কর্মীর। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে গেরুয়া শিবির। ক্যানিংয়ের মৈপীঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষে হাত ভাঙল বিজেপি ও তৃণমূল কর্মীর। পাশাপাশি ক্যানিংয়ে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Lok sabha election 2024 phase 7 : ভোটের শেষ পর্বে ভাঙড়ে দফায় দফায় অশান্তি
ভোটগ্রহণের শেষ লগ্নে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটল ভাঙড়ে। উঠল আইএসএফের পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ।
WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে 'ভুয়ো' এজেন্ট, ধরলেন সিপিএম প্রার্থী
পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে 'ভুয়ো' এজেন্ট, ধরলেন সিপিএম প্রার্থী শায়রা শা হালিম। তৃণমূলের বিরুদ্ধে বুথে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী। সিপিএম প্রার্থী চ্য়ালেঞ্জ করতেই দৌড়ে পালালেন 'ভুয়ো' এজেন্ট।
Lok sabha election 2024 phase 7 :গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত
গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত। শেষ দফার ভোটেও দিকে দিকে অশান্তি। সংঘর্ষ, বোমাবাজি থেকে মারধর। বিক্ষোভের মুখে প্রার্থীরা। আক্রান্ত ভোটারও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
