এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
রামগোপাল বর্মার ‘কোম্পানি’র ১৫ বছর, নিজের চরিত্রের প্রস্তুতির জন্যে বস্তিতে থেকে ছিলেন বিবেক, নস্টালজিক অজয় দেবগন
![রামগোপাল বর্মার ‘কোম্পানি’র ১৫ বছর, নিজের চরিত্রের প্রস্তুতির জন্যে বস্তিতে থেকে ছিলেন বিবেক, নস্টালজিক অজয় দেবগন 15 Years Of Company Vivek Oberoi Stayed In Slums To Prep For His Role In The Film Nostalgic Ajay Devgan রামগোপাল বর্মার ‘কোম্পানি’র ১৫ বছর, নিজের চরিত্রের প্রস্তুতির জন্যে বস্তিতে থেকে ছিলেন বিবেক, নস্টালজিক অজয় দেবগন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/16135246/company.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রামগোপাল বর্মার বিখ্যাত ছবি ‘কোম্পানি’র কথা মনে পড়ে নিশ্চয়ই। দর্শক মনে দীর্ঘদিন দাগ কেটে যাওয়ার মতো ছবি ছিল এই ‘কোম্পানি’। ২০০২ সালে মুক্তি পায় এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন, বিবেক ওবরয়ে, মনীষা কৈরালা এবং অন্তরা মালি। মূলত মুম্বইয়ের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউড ইব্রাহিম পরিচালিত ডি কোম্পানিকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য।
সেখানে চন্দ্রকান্ত নেগরে অর্থাত্ চান্দুর ভূমিকায় অভিনয় করেছিলেন বিবেক। গ্যাং লিডার অর্থাত্ মালিকের চরিত্রে ছিলেন অজয় দেবগন। সেই বিখ্যাত ছবি মুক্তির পনেরো বছর পূর্ণ হল। ছবি নিয়ে কথা বলতে গিয়ে নস্টালজিক ছবির কলাকুশলীরা।
বিবেক জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘদিন বস্তিতে পড়ে থেকেছেন। এমনকি এই ছবির অডিশনে সুযোগ পাওয়ার জন্যে প্রথমে রামগোপাল বর্মাকে মিথ্যা কথাও বলেছিলেন বিবেক। তিনি যে সুরেশ ওবরয়ের ছেলে সেকথা স্বীকার করেননি। তিনি জানান তাঁর নাম বিবেক আনন্দ।
এদিকে অজয় জানান, তাঁকে ছবিতে প্রথমে নিতেই চাননি রামগোপাল। কিন্তু আজ পনেরো বছর পরও ছবির প্রতিদিনের শ্যুটিংয়ের সমস্ত খুঁটিনাটি তাঁর মনে থেকে গেছে। ৪৮ বছর বয়সি অভিনেতার দাবি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি এই ‘কোম্পানি’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)