20 Years of Raaz: 'রাজ'-এর ২০ বছর পূর্তিতে নজর কাড়ল দিনো মোরিয়া-বিপাশা বসুর কথপোকথন
আজ দেখতে দেখতে ২০ বছর পূর্তি ব্লকবাস্টার হিট ছবি 'রাজ'-এর (Raaz)। কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির ২০ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন বিপাশা বসু ও দিনো মোরিয়া।
মুম্বই: ২০০১ সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল হরর ড্রামা 'রাজ' (Raaz)। বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলা 'রাজ' দর্শকের মনে থেকে গিয়েছে আজও। সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করা বিপাশা বসু (Bipasha Basu) এবং দিনো মোরিয়ার কেমিষ্ট্রি (Dino Morea)। আজ দেখতে দেখতে ২০ বছর পূর্তি ব্লকবাস্টার হিট এই ছবির। কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির ২০ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন বিপাশা বসু ও দিনো মোরিয়া।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাজ' ছবির দুটি পোস্টার শেয়ার করেছেন বিপাশা বসু। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'রাজ- কৃতজ্ঞ এই ছবির জন্য। 'রাজ' আমার কেরিয়ারের একেবারে শুরুর দিকের একটা ছবি। এই ছবিটাই সরাসরিভাবে লক্ষ লক্ষ দর্শকের মনে আমার জায়গা তৈরি করে দিয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে। আজও আমাকে হৃদয়ে জায়গা দেওয়ার জন্য। 'রাজ'-এর প্রত্যেক কলাকুশলীকে আমার ভালোবাসা।'
আরও পড়ুন - Bhuban Badyakar in Dadagiri: দাদাগিরিতে আসছেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর
বিপাশা বসুর এই পোস্টে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা। অভিনেত্রীর স্বামী কর্ণ সিংহ গ্রোভার কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী স্ত্রীকে। ভালোবাসা জানিয়েছেন অন্যান্য বলি তারকারা। তবে, নজর কাড়ল দিনো মোরিয়ার কমেন্ট। তিনি বিপাশা বসুকে কমেন্টে লিখেছেন, '২০ বছর বিপস। কী অসাধারণ জার্নি ছিল। আমাদের অভিনন্দন। এই ছবি তৈরির স্মৃতি আজও মনে টাটকা রয়েছে। অনেক ধন্যবাদ তোমায় আমার অসাধারণ একজন সহ-অভিনেত্রী হওয়ার জন্য।'
দিনো মোরিয়া নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাজ' ছবির পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ''রাজ'-এর ২০ বছর পূর্তি। এই ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। মুকেশ জি, ভট্ট সাব, বিক্রম আর আমার মিষ্টি সহ-অভিনেতা বিপাশা, মালিনী, আশুতোষ রানা এবং প্রত্যেককে। দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল। আর আজকের দিনেও এটা একটা অসাধারণ ছবি। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও আজ বিভিন্ন জায়গায় এই ছবির গান বাজতে শুনি। ধন্যবাদ নাদিম স্যর ও শ্রাবন স্যর আপনারা যে সুরের জাদু তৈরি করেছেন তার জন্য। ছবির ভয়, ছবির রোমাঞ্চ, রোম্যান্স সম্পর্কে আজও বহু মানুষ আলোচনা করেন। সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা।' দিনো মোরিয়ার এই পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন বিপাশা বসু।