এক্সপ্লোর
Advertisement
৬৪ তম জাতীয় পুরস্কার: সেরা অভিনেতা অক্ষয়কুমার, ছবি নীরজা, গায়িকা বাংলার ইমন চক্রবর্তী, গীতিকার অনুপম রায়
নয়াদিল্লি: আজ দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ৬৪ তম জাতীয় পুরস্কার ঘোষণা করা হল । 'রুস্তম'-এর জন্যে সেরা অভিনেতা নির্বাচিত হলেন অক্ষয়কুমার। সেরা ছবির পুরস্কার পেয়েছে সোনাম কপূর অভিনীত 'নীরজা'। সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন বাংলার ইমন চক্রবর্তী, 'প্রাক্তন' ছবিতে তাঁর 'তুমি যাকে ভালোবাস' গানটির জন্যে। সেরা গীতিকার অনুপম রায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'বিসর্জন' পেয়েছে সেরা বাংলা ছবির স্বীকৃতি।
তবে জাতীয় পুরস্কারের বিচারকরা বিশেষভাবে উল্লেখ করেছেন সোনাম কপূর নাম। সোনামের সঙ্গে বিচারকদের থেকে বিশেষ সম্মান পেয়েছেন 'মুক্তি ভাবন'-এর জন্যে আদিল হুসেন এবং কাদভি হাওয়া। সেরা কানাড়া ছবি নির্বাচিত হয়েছে 'রিজার্ভেশন', এবং সেরা মরাঠি ছবির পুরস্কার পেয়েছে 'দশক্রিয়া'।
এখানে রইল ৬৪ তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার তালিকা
- রুস্তম-এর জন্যে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার।
- সেরা সামাজিক ছবির জন্যে পুরস্কার পেয়েছে 'পিঙ্ক'
- প্রকৃতি নিয়ে তৈরি ছবি, যেখানে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে সেরার শিরোপা পেয়েছে 'দ্য টাইগার হু ক্রসড দ্য লাইন'
- সেরা মরাঠি ছবি 'দশক্রিয়া'
- সেরা কানাড়া ছবি 'রিজার্ভেশন'
- সেরা বাংলা ছবি 'বিসর্জন'
- শিশুদের জন্যে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে 'ধনক'
- স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে 'দ্য আইস অফ ডার্কনেস'
- সেরা ভিএফএক্স এর সম্মান পেয়েছে অজয় দেবগণের 'শিবায়ে'
- সেরা অ্যাকশন ডিরেক্টর এবং স্টান্ট কোরিওগ্রাফারের সম্মান পেয়েছেন পিটার হ্যানিস। তিনি 'পুলিমুরুগান' ছবির জন্যে শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছেন।
- জি ধনঞ্জয়নকে সেরা চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হয়েছে।
- সেরা জনপ্রিয় ছবি 'সাথামানাম ভবাথি', যেখানে ভরপুর বিনোদন রয়েছে।
- সেরা পরিচালক রাজেশ, 'ভেন্টিলেটর' ছবির জন্যে
- সেরা অভিনেত্রী সুরভি লক্ষ্ণী (মিন্নামিনুনগু)
- সেরা সাপোর্টিং অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন 'দঙ্গল' খ্যাত জাইরা ওয়াসিম
- সেরা শিশুশিল্পী আধিশ প্রবীণ (কুঞ্জু দাইভাম), সাজ (নুর ইসলাম), মনোহারা (রেলওয়ে চিল্ড্রেন)
- সেরা পুরুষ নেপথ্য শিল্পীর পুরস্কার পেয়েছেন সুন্দরা আইয়ার (জোকার)
- সেরা চিত্রনাট্য, শ্যাম পুষ্কারণ (মহেশিন্থে প্রথিকরম)
- সেরা এডিটিং রামেশ্বর (ভেন্টিলেটর)
- সেরা কস্টিউম ডিজাইনার, সচিন (মরাঠি ছবি)
- সেরা মেকআপ আর্টিস্ট , এমকে রামকৃষ্ণ
- সেরা সঙ্গীত পরিচালক, বাবু পদ্মনাভ (কানাড়া লামা)
- একনজরে দেখে নেব এবার বাংলা কী কী পুরস্কার পেল
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
Advertisement