এক্সপ্লোর
'৮৩' ছবিতে সুনীল গাওস্করের ভূমিকায় তাহির রাজ ভাসিনের ফার্স্ট লুক, ছবি শেয়ার করলেন রণবীর
সম্প্রতি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ‘৮৩’-র একটি পোস্টার শেয়ার করেছেন রণবীর সিংহ। আর সেখানেই প্রকাশ পেয়েছে ‘৮৩’-তে তাহির রাজ ভাসিনের ফার্স্ট লুক।

নয়াদিল্লি: ইদানিং বিভিন্ন জীবনী থেকে অনুপ্ররণা নিয়ে ছবি বানানোর দিকে ঝুঁকেছে বলিউড। ‘লিটিল মাস্টার’ সুনীল গাওস্করের জীবনী নিয়ে তৈরী হচ্ছে ‘৮৩’। ছবিতে সুনীল গাওস্করের ভূমিকায় দেখা যাবে তাহির রাজ ভাসিনকে। এই ছবিতেই অপর কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে। সম্প্রতি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ‘৮৩’-র একটি পোস্টার শেয়ার করেছেন রণবীর সিংহ। আর সেখানেই প্রকাশ পেয়েছে ‘৮৩’-তে তাহির রাজ ভাসিনের ফার্স্ট লুক। ক্রিকেট জার্সিতে দেখা যাচ্ছে তাহির রাজ ভাসিনকে। অবিকল সুনীল গাওস্করের স্টাইলে ব্যাট ধরে রয়েছেন তিনি। এই ছবিটি শেয়ার করে ‘পদ্মাবত’-এর অভিনেতা লিখেছেন, সুনীল গাওস্কর-এর ভূমিকায় তাহির রাজ ভাসিন।
এই সপ্তাহেই জন্মদিন ছিল কপিল দেবের। কপিল দেবের মেকাপে খোদ কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন রণবীর। ছবিতে হাসিখুশি কপিল দেব কাঁধে হাত দিয়ে রয়েছেন ছবির ‘কপিল দেব’-এর।TAHIR RAJ BHASIN as The Little Master SUNIL GAVASKAR ????????#ThisIs83 @TahirRajBhasin @kabirkhankk @deepikapadukone @Shibasishsarkar @madmantena #SajidNadiadwala @vishinduri @RelianceEnt @FuhSePhantom @NGEMovies @vibri_media @ZeeMusicCompany @PicturesPVR @83thefilm pic.twitter.com/5Ac29OzsHZ
— Ranveer Singh (@RanveerOfficial) January 11, 2020
‘৮৩’-তে রণবীরের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে রণবীরের রিয়েল লাইফ স্ত্রী অর্থাৎ দীপিকা পাড়ুকোনকে। এপ্রিলের ১০ তারিখে মুক্তি পাচ্ছে ‘৮৩’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















