এক্সপ্লোর
নার্গিস ফকরিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে গুলিয়ে ফেললেন এক ভক্ত, দেখুন তারপর কী হল

মুম্বই: ক্যাটরিনা কাইফ ভেবে নার্গিস ফকরির ছবি তুলতে গেলেন এক ভক্ত। তারপর ভুলটা বুঝলেন ঠিকই কিন্তু বললেন, তবুও আপনার ছবি তুলব কারণ আপনারা দেখতে একরকম। এ নিয়ে একের পর এক টুইট করেছেন নার্গিস। তাঁর মন্তব্য, অদ্ভুত ব্যাপার, লোকে কেমন আসল পরিচয় না জেনেই ছবি তুলতে আসে। ভুল ভাঙিয়ে দেওয়ার পরেও থামে না। সত্যি আজব।
A man just said hi Katrina can I take a pic. I said thanks but I'm not her. He said oh ok I'll take a pic of u anyway cuz u look like her. 😂
— Nargis (@NargisFakhri) July 1, 2017
amazing how people just go ahead & take a picture of u not knowing who u are,😳 even when u say no, they do it anyway. So weird 😳🤦🏻♀️🤦🏻♀️
— Nargis (@NargisFakhri) July 1, 2017
এ নিয়ে ব্যাঞ্জো-য় নার্গিসের সহ অভিনেতা ঋতেশ দেশমুখ মন্তব্য করেন ওয়েলকাম টু ইন্ডিয়া। 😂😂😂😂 welcome to India
— Riteish Deshmukh (@Riteishd) July 1, 2017
আবার একজন বলেন, নার্গিস-ক্যাটরিনা দুজনেই সুন্দরী, তাই এই ভুল হওয়া স্বাভাবিক। তাতে নার্গিস বলেন, এটা অবশ্যই প্রশংসা আর সুন্দরী কোনও মহিলা বলে ভুল করার থেকে ভাল কিছু হয় না! Yeah,brown hair,brown eyes,fair skin &tall..easily can b mistaken.it's a compliment. Nothing better than being mistaken 4a beautiful woman❤️
— Nargis (@NargisFakhri) July 1, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















