A Thursday: ১৬ জন শিশু, নয়না জয়সোয়াল আর একটা দিন, প্রকাশ্যে 'এ থার্সডে'-র ট্রেলার
টিজারেই নজর কেড়েছিলেন ইয়ামি গৌতম (Yami Goutam)। তবে টিজারে বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি ছবির বিষয়বস্তুর। আজ মুক্তি পেল ইয়ামি গৌতমের নতুন ছবি 'এ থার্সডে' (A Thursday)-র ট্রেলার।
মুম্বই: টিজারেই নজর কেড়েছিলেন ইয়ামি গৌতম (Yami Goutam)। তবে টিজারে বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি ছবির বিষয়বস্তুর। আজ মুক্তি পেল ইয়ামি গৌতমের নতুন ছবি 'এ থার্সডে' (A Thursday)-র ট্রেলার। এই ছবিতে প্রথমবার অচেনা ইয়ামিকে দেখবেন দর্শক। প্রথমবার ধূসর চরিত্রে অভিনয় করছেন তিনি।
ট্রেলারে গল্পের যে আঁচ পাওয়া যায়, তা বেশ ভয় ধরানো। ইয়ামির চরিত্রের নাম নয়না জয়সোয়াল। পেশায় তিনি একজন প্লে স্কুলের শিক্ষিকা। ১৬টি বাচ্চাকে বন্দি করে একের পর এক দাবি জানাতে থাকেন তিনি। প্রথমে জাভেদ খানের সঙ্গে কথা বলার শর্ত, তারপর ১ ঘণ্টায় ৫ কোটি টাকা আর তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি। এই সমস্ত দাবির বিপরীতে তিনি রাখেন একরত্তিদের। তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে একের পর এক দাবি মেটাতে থাকেন। কিন্তু কেন একজন প্লে স্কুল শিক্ষিকার এহেন আচরণ? তাঁর অতীতে কী লুকিয়ে আছে অন্য কোনও গল্প? উত্তর দেবে ১৭ ফেব্রুয়ারি। সেইদিন ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবিটি।
আরও পড়ুন: স্বপ্নের নায়ক অঙ্কুশের সঙ্গে প্রেমদিবসে নাচের ছন্দে পা মেলাবেন পিহু!
'আ থার্সডে' ছবির শ্যুটিং শেষ করে তিনি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। আগামীর ছবি 'এ থার্সডে'-র শ্যুটিং শেষ করার পর ছবির সেট থেকেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছিলেন, 'আমার আগামী ছবি 'এ থার্সডে'-র শ্যুটিং অফিশিয়ালি শেষ হল। এই মিষ্টি শিশুদের উপস্থিতিতে যে অনুভূতি হচ্ছে, তা শেয়ার না করে পারলাম না। এই ছবিতে বিভিন্ন চ্যালেঞ্জিং মুহূর্তে আমাকে পড়তে হয়েছে। এই ছবির টিমের সঙ্গে অনেক দুষ্পাপ্য মুহূর্ত কাটিয়েছি'।
এরপর পরিচালকের উদ্দেশে ইয়ামি গৌতম আরও লেখেন, 'বেহজাদ, আমি আপনার জন্য আমার বিশেষ ধন্যবাদ সংরক্ষণ করে রাখছি। এই ছবি আমার কাছে খুবই স্পেশাল। আশা করছি, যেভাবে এই ছবি আমাকে স্পর্শ করেছে, আমার বার্তা আপনাকে সেভাবেই স্পর্ষ করবে।' প্রসঙ্গত, ইয়ামি গৌতমের আগামী ছবি 'এ থার্সডে' পরিচালনা করেছেন পরিচালক বেহজাদ খাম্বাটা।