'Sitaare Zameen Par': ১৬ বছর পর বড়পর্দায় ফের আমির-দর্শিল জুটি, প্রকাশ্যে 'সিতারে জমিন পর' ছবির প্রথম লুক
Aamir-Darsheel: ২০০৭ সালের ঈশান ও নিকুম্ভ স্যারের সেই অনবদ্য জুটি কার না মনে আছে। দুর্দান্ত সেই জুটি ফের একসঙ্গে পর্দায় ফিরবেন ১৬ বছর পর। সাম্প্রতিক একটি পোস্টে তেমনই ইঙ্গিত দিলেন দর্শিল সাফারি।
নয়াদিল্লি: 'তারে জমিন পর' (Taare Zameen Par), অত্যন্ত জনপ্রিয় সেই ছবি, যার হাত ধরে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন দর্শিল সাফারি (Darsheel Safary)। পর্দার ঈশান ফের দর্শকের মধ্যে উত্তেজনার সৃষ্টি করলেন। তাঁর সাম্প্রতিক পোস্ট দেখে মনে করা হচ্ছে আমির খানের (Aamir Khan) সঙ্গে ফের হাত মেলাতে চলেছেন তিনি 'সিতারে জমিন পর' (Sitaare Zameen Par) ছবিতে। কী পোস্ট করলেন তিনি?
ফের একসঙ্গে আমির-দর্শিল জুটি?
২০০৭ সালের ঈশান ও নিকুম্ভ স্যারের সেই অনবদ্য জুটি কার না মনে আছে। দুর্দান্ত সেই জুটি ফের একসঙ্গে পর্দায় ফিরবেন ১৬ বছর পর। সাম্প্রতিক একটি পোস্টে তেমনই ইঙ্গিত দিলেন অভিনেতা দর্শিল সাফারি।
'লাল সিং চাড্ডা'র অসাফল্যের পর আমির খান তাঁর পরবর্তী ছবির কাজে কোমর বেঁধে নেমেছেন। ছবির নাম 'সিতারে জমিন পর'। অত্যন্ত জনপ্রিয় ক্লাসিক 'তারে জমিন পর'-এর সিক্যুয়েল এটি। বড়পর্দায় এই ছবির হাত ধরে ফিরবেন দর্শিল সাফারি। ফের তাঁদের ম্যাজিক্যাল রসায়ন দেখার অপেক্ষায় সকলে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন দর্শিল সাফারি। দুটি ছবির কোলাজ। একটি দৃশ্য 'তারে জমিন পর' ছবির, সেই সঙ্গে 'সিতারে জমিন পর' ছবির একটি দৃশ্য। এতেই আমির খানের নয়া লুক নজর কাড়ল দর্শকের। পুরো সাদা চুল ও সাদা দাড়িতে দেখা গেল আমিরকে। পরনে কালো টার্টেলনেক, খানিক বৃদ্ধ আমিরের সামনে দাঁড়িয়ে যুবক দর্শিল। তাঁর পরনে স্টাইলিশ জ্যাকেট ও কালো টিশার্ট।
প্রথম ছবির সঙ্গে পরের ছবির কোলাজ করে দর্শিল লেখেন, 'বুম! ১৬ বছর পর, এবং আমরা আবার একসঙ্গে, আবেগঘন? হ্যাঁ, একটু। উত্তেজিত? অবশ্যই। এই অভিজ্ঞতার জন্য আমার প্রিয় মেন্টরকে অনেক ভালবাসা। নজর রাখুন এখানে বড় খবরের জন্য। ৪ দিন বাকি!'
View this post on Instagram
আরও পড়ুন: OTT Releases: 'দো পত্তি' থেকে 'হীরামাণ্ডি', ওটিটির বহু প্রতীক্ষিত ৫ ফিল্ম
'তারে জমিন পর' ছবিটি দর্শক ভীষণ পছন্দ করেছিলেন। ৮ বছর বয়সী ঈশানের গল্প বলেছিল এই ছবি, যে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিল কিন্তু তাঁর দক্ষতা ছিল ছবি আঁকায়। সেই শিল্পীসত্ত্বাকে তিল তিল করে ঈশানের ক্ষমতায় পরিণত করেন তাঁর আর্ট শিক্ষক নিকুম্ভ স্যার, যে ভূমিকায় ছিলেন আমির খান। এবার বহু প্রতীক্ষিত সিক্যুয়েলে গল্প কীভাবে এগোবে সেটা দেখার অপেক্ষায় দর্শক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।