OTT Releases: 'দো পত্তি' থেকে 'হীরামাণ্ডি', ওটিটির বহু প্রতীক্ষিত ৫ ফিল্ম
OTT Movies: একগুচ্ছ আকর্ষণীয় প্রজেক্ট নিয়ে তৈরি বলিউডের সিনেমা যেগুলির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সাধারণ মানুষ। মুক্তির অপেক্ষায় 'দো পত্তি' থেকে 'হীরামাণ্ডি'! এক ঝলকে বহু প্রতীক্ষিত ফিল্মগুলো।
নয়াদিল্লি: বিনোদন এখন মানুষের হাতের মুঠোয়। প্রত্যেক সপ্তাহে প্রেক্ষাগৃহে একগুচ্ছ সিনেমা মুক্তির পাশাপাশি দর্শক অপেক্ষায় থাকেন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Releases) একগুচ্ছ সিনেমা ও সিরিজ মুক্তির। তেমনই একগুচ্ছ আকর্ষণীয় প্রজেক্ট নিয়ে তৈরি বলিউডের (Bollywood) সিনেমা যেগুলির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সাধারণ মানুষ। মুক্তির অপেক্ষায় 'দো পত্তি' থেকে 'হীরামাণ্ডি'! এক ঝলকে বহু প্রতীক্ষিত ফিল্মগুলো।
'দো পত্তি' (Do Patti)
মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল ও কৃতী শ্যানন। থ্রিলার ঘরানার ফিল্ম এটি যা খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাজলকে। অন্যদিকে কৃতী শ্যাননকেও এক নতুন ধরনের চরিত্রে দেখা যাবে। কণিকা ঢিলোঁর প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে কৃতী শ্যাননে 'ব্লু বাটারফ্লাই পিকচার্স'।
'ফির আই হসিন দিলরুবা' (Phir Aayi Haseen Dilruba)
থ্রিলার ও রোম্যান্সের নিখুঁত মিশ্রণে তৈরি 'হসিন দিলরুবা'র সিক্যুয়েল এটি। ফের মুখ্য চরিত্রে ফিরছেন বিক্রান্ত ম্যাসি, তাপসী পন্নু। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানি কৌশলকেও। কণিকা ঢিলোঁর লেখা ও সহ প্রযোজনায় এই ফিল্ম দেখা যাবে নেটফ্লিক্সে।
'মান্ডালা মার্ডার্স' (Mandala Murders)
এই ক্রাইম থ্রিলার ঘরানার ফিল্মের হাত ধরে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন অভিনেত্রী বাণী কপূর। 'মান্ডালা মার্ডার্স' নাম দেওয়া হয়েছে এবং 'মরদানি ২' খ্যাত গৌপী পুথরানের তৈরি এই ফিল্ম ২ গোয়েন্দাকে ঘিরে তৈরি হয়েছে। একের পর এক মৃত্যু রহস্যের সমাধান করতে থাকবেন তাঁরা যেগুলি সম্ভবত এক গোপন সমাজের সঙ্গে যুক্ত।
'মার্ডার মুবারক' (Murder Mubarak)
এই ফিল্মটি নেটফ্লিক্সে ১৫ মার্চ মুক্তি পাওয়ার কথা। ক্রাইম রহস্য থ্রিলার ঘরানার এই ফিল্মের কাস্ট নজর কেড়েছে সকলের। এই ফিল্মে একসঙ্গে কাজ করেছেন করিশ্মা কপূর, ডিম্পল কপাডিয়া, সারা আলি খান ও বিজয় ভর্মা। ফিল্মের প্লট খুবই আকর্ষণীয় বলে দাবি নির্মাতাদের।
'হীরামাণ্ডি' (Heeramandi)
এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা 'হীরামাণ্ডি'। সঞ্জয় লীলা ভনশালীর প্রথম ওটিটি পরিচালনা। একাধিক নামী অভিনেত্রীকে নিয়ে তৈরি এই ছবিতে দেখা যাবে মণীশা কৈরালা, সোনাক্ষী সিন্হা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারি প্রমুখ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।