Ira Khan Birthday: 'নির্লজ্জ'! জন্মদিনের ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার আমির-কন্যা ইরা
Ira Khan Birthday: বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কেক কাটার একটি ছবিই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ছবিতে দেখা যাচ্ছে পুলে সময় কাটানোর পর কেক কাটছেন ইরা।

নয়াদিল্লি: ৮ মে ২৫ বছর পূর্ণ করলেন বলিউড তারকা আমির খানের (Aamir Khan) মেয়ে ইরা খান (Ira Khan)। তারকা কন্যা (Star Kid) বেশ হুল্লোড় করে উদযাপন করেন দিনটি। সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই কটাক্ষের (troll) শিকার হতে হল ইরাকে।
কটাক্ষের শিকার ইরা খান
২৫ বছরের জন্মদিন ইরা তাঁর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন করেন। পুল পার্টি (Pool Party) করেন তাঁরা। হাজির ছিলেন বাবা আমির খান, মা রীনা দত্ত, ভাই আজাদ রাও খান ও প্রেমিক নুপূর শিখারে।
বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কেক কাটার একটি ছবিই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ছবিতে দেখা যাচ্ছে পুলে সময় কাটানোর পর কেক কাটছেন ইরা। বার্থডে গার্লের পরনে বিকিনি স্যুইমস্যুট। পিছনে আমির খান ও আজাদকেও শার্ট ছাড়া দেখা যায়। কেক কাটায় সামিল গোটা পরিবার। বোঝাই যাচ্ছে পুল পার্টি সেরে কেক কাটছেন ইরা।
তবে এই ছবি খুব ভালভাবে গ্রহণ করেননি অধিকাংশ নেটিজেন। বাবা-মায়ের সামনে 'স্বল্প বসনা' হয়ে কেক কাটতে দেখে ইরাকে রীতিমতো ট্রোল করা হল সোশ্যাল মিডিয়ায়। বাবা মায়ের সামনে 'টু পিস' স্যুইমস্যুটে মেয়ে কেক কাটছে, এই দৃশ্য একেবারেই মেনে নিতে পারলেন নেটিজেনদের একাংশ। কমেন্টে ক্ষোভ উগড়ে দিলেন তারা। কেউ তাঁকে 'নির্লজ্জ' বললেন তো কেউ বললেন 'বিশ্বাসই করা যায় না'।
দ্বিতীয় সেলিব্রেশন
অন্যদিকে ইরার প্রেমিক ও ফিটনেস কোচ নুপূর আরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ইরার জন্মদিনের দ্বিতীয় সেলিব্রেশনের থেকে। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন ভালবাসা। তোমাকে খুব খুব ভালবাসি।'
View this post on Instagram
ইরা খান অভিনেত্রী হ্যাজেল কিচকে নিয়ে 'মেডিয়া' নামের একটি নাটকের মাধ্যমে তাঁর পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন। খবর অনুযায়ী, তারকা কন্যার সিনেমায় অভিনয়ের কোনও পরিকল্পনা নেই।
আরও পড়ুন: Sonakshi Sinha: অনামিকায় হিরের আংটি, 'বড় খবর' দিলেন সোনাক্ষী সিন্হা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
