(Source: ECI/ABP News/ABP Majha)
Sonakshi Sinha: অনামিকায় হিরের আংটি, 'বড় খবর' দিলেন সোনাক্ষী সিন্হা
Sonakshi Sinha Update: সকাল থেকে পরপর তিনটি পোস্টে তিনটি ছবি শেয়ার করেন। সবের এক ক্যাপশনে। সেখানেও জিইয়ে রাখলেন জল্পনা। লিখলেন, 'আমার জন্য বিশাল বড় দিন! আমার অন্যতম বড় স্বপ্ন সত্যি হতে চলেছে।'
নয়াদিল্লি: সোমবার সকাল সকাল অনুরাগীদের সারপ্রাইজ দিলেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha)? এনগেজমেন্ট (Engagement) সারলেন না কি? তাঁর ইনস্টাগ্রাম পোস্টে অবশ্য উৎসুক অনুরাগীরা। ক্যাপশনে খোলসা করে কিছুই বলেননি অভিনেত্রী অথচ কোনও সুখবরের ইঙ্গিত যে দিয়েছেন তা পরিষ্কার। ব্যাপারটা ঠিক কী?
বাগদান সারলেন সোনাক্ষী?
এদিন ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। সেখানে তাঁকে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। পাশে একজন ভদ্রলোক রয়েছেন। কখনও তাঁর হাত রয়েছে অভিনেত্রীর হাতের ওপর তো কোনও ছবিতে তাঁর বাহু জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে আরও বড় চমক, সোনাক্ষীর আঙুল।
সোনাক্ষীর বাঁ হাতের অনামিকায় হিরের আংটি (Diamond Ring)। ফ্রেম থেকে নিপুণ ভাবে ক্রপ করে দেওয়া হয়েছে পাশের ব্যক্তিকে। কিন্তু ছবিতে তাঁর আভাস রয়েছে। আর সেই সঙ্গে হাতে বড় হিরের আংটি। রীতিমতো ফ্লন্ট করছেন অভিনেত্রী তাঁর নতুন গয়না। তাহলে কি বাগদান সেরে ফেললেন অভিনেত্রী?
সকাল থেকে পরপর তিনটি পোস্টে তিনটি ছবি শেয়ার করেন। সবের এক ক্যাপশনে। সেখানেও জিইয়ে রাখলেন জল্পনা। লিখলেন, 'আমার জন্য বিশাল বড় দিন! আমার অন্যতম বড় স্বপ্ন সত্যি হতে চলেছে... এবং সেই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তর সইছে না।' তবে এরপরেই লেখেন, 'কান্ট বিলিভ ইট ওয়াজ সো ইজি (EZI)।'
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: Prithviraj Trailer Out: পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের কাহিনি নিয়ে আসছে 'পৃথ্বীরাজ', প্রকাশ্যে ট্রেলার
View this post on Instagram
এই শেষের বাক্যে খটকা লাগছে অনুরাগীদের। সোনাক্ষী আদৌ বাগদান সারলেন না কি কোনও প্রমোশনাল ক্যাম্পেনের অংশ এটি? ধন্দে অনুরাগীরা।
সোনাক্ষীর প্রেম জীবন
জল্পনা অনুযায়ী, সোনাক্ষী সিন্হা 'নোটবুক' অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহির বলেন, 'এখন এতদিন হয়ে গেছে, আমার আর গায়ে লাগে না। আমার অবস্থা হয়েছে এখন যে আচ্ছা যদি এরকম মনে করেন তাহলে তাই। ভাবতে থাকুন। আপনার জন্য ভাল।'
সোনাক্ষী অপর এক সাক্ষাৎকারে বলেন, 'জাহির আমার বেস্ট ফ্রেন্ডের মতো। আমরা এসব খবর দেখে হেসে লুটোপুটি খাই। আমি মনে করি ও খুব প্রতিভাবান এবং অবশ্যই নজরে রাখার মতো।'
তবে যে যাই বলুক, সোনাক্ষী সিন্হার আজকের ছবি কিন্তু দো-টানায় ফেলেছে অনুরাগীদের। আবার সেই পোস্টে শুভেচ্ছার বন্যাও বইছে।