এক্সপ্লোর
Advertisement
দেখুন: মোশন পোস্টারে ‘ঠগস অফ হিন্দোস্তান’ সিনেমায় আমির খানের লুক রিলিজ
মুম্বই: যশ রাজের ব্যানারে এ বছরের বহুপ্রতিক্ষীত সিনেমা ‘ঠগস অফ হিন্দোস্তান’-এ আমির খানের লুক রিলিজ হল। সিনেমায় আমির খান অভিনীত চরিত্রের নাম ফিরঙ্গী। এর আগে অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, লয়েড ওয়েন এবং ফতিমা সানা শেখের লুক মোশন পোস্টারের মাধ্যমে রিলিজ করা হয়েছিল। আমির তাঁর লুক শেয়ার করে লিখেছেন, ‘আর এটা আমি, ফিরঙ্গী মল্লাহ। আমার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় কোথাও পাবেন না আপনি’।
মোশন পোস্টারে আমির লুকে ফিরঙ্গীর চেয়ে বহুরুপী-র ছাপই স্পষ্ট। তাঁর লুক ফিরঙ্গী বা কোনও ব্রিটিশের মতো লাগছে ঠিকই, কিন্তু চেহারার হাবভাবে অন্য কিছু ফুটে উঠছে। মোশন পোস্টারে আমিরের মাথায় বড় চুল ও চোখে লাল চশমা। গাধার পিঠে সওয়ার তিনি। ব্যাকগ্রাউন্ডে জল ও তোনও কেল্লার দেওয়াল নজরে আসছে। সিনেমার যে পোস্টারগুলি এখনও পর্যন্ত রিলিজ হয়েছে, সেগুলির মধ্যে আমিরের পোস্টারই সবচেয়ে আলাদা। এর আগে ক্যাটরিনা ছাড়া যে পোস্টারগুলি রিলিজ হয়েছে, সেগুলিতে যুদ্ধের পরিস্থিতি ও গাম্ভীর্য দেখা গিয়েছে। কিন্তু আমিরের মোশন পোস্টার দেখলে হাসি চলে আসে। মোশন পোস্টারে গাধার আওয়াজ হাসির খোরাক জোগায়। আমিরের আগে ক্যাটরিনার লুক সামনে এসেছিল। ক্যাটরিনাকে দারুণ গ্ল্যামারাস দেখিয়েছে পোস্টারে। হাতে মেহেন্দি, নৃত্যের ভঙ্গিতে দাঁড়িয়ে তিনি। এর আগে অমিতাভ বচ্চনের লুক রিলিজ হয়েছিল। আমির বিগ বি-র পোস্টার শেয়ার করে তাঁকে সব ঠগদের চেয়ে সবচেয়ে বড় ঠগ আখ্যা দিয়েছিলেন। মোশন পোস্টারে বিগ বি-র লুক বেশ ওজনদার। বিগ বি-র পর ফতিমা সানা শেখের লুক শেয়ার করা হয়েছিল। যোদ্ধার বেশে তাঁকে দেখা গিয়েছিল। ব্রিটিশ অভিনেতা লয়েড ওয়েন অভিনীত চরিত্রের লুকও প্রকাশিত হয়েছে। সিনেমার পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে তিনি আমিরের ধূম ৩ সিনেমা পরিচালনা করেছিলেন। আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।और इ हैँ हम, फिरंगी मल्लाह. हम से ज्यादा नेक इन्सान इस धरती पे कहीं नहीं मिलेगा आपको. सच्चाई तो हमरा दूसरा नाम है, और भरोसा हमरा काम. दादी कसम !!!https://t.co/GyIsrM2rNp#ThugsOfHindostan | @yrf | @TOHtheFilm | @SrBachchan | @fattysanashaikh | #KatrinaKaif
— Aamir Khan (@aamir_khan) September 24, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement