এক্সপ্লোর
‘দঙ্গল’ সিনেমার অসুস্থ সহকর্মীর সাহায্যে এগিয়ে এলেন আমির, মাঝরাতে পৌঁছে গেলেন হাসপাতালে
মুম্বই: এক সহকর্মীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। রিল লাইফের সঙ্গে রিয়েল লাইফেও নজরকাড়া কাজ করে থাকেন আমির। সিনেমা ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গেও তাঁর যুক্ত থাকার কথা অজানা নয়। এবার আমির সংকটাপন্ন সহকর্মীর জীবন বাঁচাতে এগিয়ে এলেন।
আমিরের ‘দঙ্গল’ সিনেমার সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন ৪৪ বছরের শাজিথ কোয়েরি। আচমকা ব্রেন স্ট্রোক হয় তাঁর। পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে চিকিত্সক ও কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা। যদিও ওই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করেছেন।
যাই হোক, সাজিথের পরিবারের সদস্যরা আমির খানের দ্বারস্থ হন। আর দেরী করেননি আমির। মাঝরাতেই তিনি হাসপাতালে পৌঁছে যান। সেখান থেকে শাজিথকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমির। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই হাসপাতালে শাজিথের ভালোমতো চিকিত্সা সুনিশ্চিত করতে আমির অম্বানি পরিবারের সঙ্গেও কথা বলেন।
আমিরের এই প্রচেষ্টায় তাঁর দঙ্গল সিনেমার সহকর্মীর জীবন রক্ষা পায়।
আমিরের কাউকে সাহায্য করার ঘটনা এই প্রথম নয়। আর আগেও অনেককেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘ওমকারা’ সিনেমায় তাঁর কাজের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন শাজিথ। এছাড়াও ‘৭ খুন মাফ’, ‘কামিনে’, ‘ইশকিয়া’, ‘রেঙ্গুন’, ‘হায়দর’ ও ‘বরফি’-র মতো সিনেমাতেও কাজ করেছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement