এক্সপ্লোর
‘রানিকে জুনেদ এতটা মুগ্ধ করতে পারল কীভাবে, আমি তো পারিনি কখনও’, ছেলের জন্মদিনের ছবি পোস্ট করে মন্তব্য আমিরের
আমির ও রানি ‘তলাশ’, ‘গুলাম’, ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

মুম্বই: ছেলে জুনেদের জন্মদিনের জন্মদিনের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেতা আমির খান। ওই ছবিতে জুনেদের সঙ্গে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী রানি মুখার্জীকে। আমির লেখেন, রানির মন কীভাবে জুনেদ জিতে নিল, তা ভেবে তিনি অবাক। গত সোমবার ইনস্টাগ্রাম ও ট্যুইটারে ওই ছবি শেয়ার করেছেন আমির। ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে জুনেদ ও রানিকে হাসিখুশি দেখাচ্ছে। ক্যাপশনে আমির লিখেছেন, ‘ও রানিকে কীভাবে এত মুগ্ধ করতে পারল, তা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি..আমি তো কখনও তা পারিনি! শুভ জন্মদিন জুনসি’।
আমির ও রানি ‘তলাশ’, ‘গুলাম’, ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। জুনেদের বোন ইরা খান তাঁর ভাইয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।View this post on InstagramI wonder how he managed to charm Rani... I never did ! Happy Birthday Junsie 😘
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















