এক্সপ্লোর
ছোটবেলার ছবি শেয়ার করে মেয়ে ইরার জন্মদিনে বিশেষ বার্তা আমির খানের
২১ বছর পূর্ণ করলেন ইরা খান। মেয়ের ছোটবেলার একটি সুন্দর ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান অভিনেতা আমির।

মুম্বই: মেয়ে ইরা ২১ বছর পূর্ণ করল। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছোটবেলার একটি ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন অভিনেতা আমির খান। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে আমির লেখেন, তাঁর কাছে ইরা সবসময় ৬ বছরের সেই ছোট্ট মেয়ে হয়েই থাকবে। ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গল পাণ্ডের বেশে ছিলেন আমির। সেখানে তাঁর লম্বা চুল, হ্যান্ডলবার গোঁফ। পাশে ছোট ইরাকে দেখা যাচ্ছে সালোয়ার কামিজ পরে বাবার পাশে বসে থাকতে।
আমির লেখেন, শুভ ২১ তম জন্মদিন ইরা। বিশ্বাসই হচ্ছে না, তুমি এত তাড়াতাড়ি বড় হয়ে উঠেছ। তবে, তুমি চিরকাল আমার কাছে ৬ বছরের সেই ছোট্ট মেয়ে হয়েই থাকবে। ভালবাসা নিও। বাবা। প্রসঙ্গত, আমির ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের কন্যা হলেন ইরা। এই দম্পতির এক পুত্রসন্তানও রয়েছে। নাম জুনেইদ। ২০০২ সালে আমির ও রীনার বিবাহবিচ্ছেদ হয়। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ইরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমিরের ‘দঙ্গল’ সহ-অভিনেত্রী ফতিমা সানা শেখ। ইনস্টাগ্রামে ইরার সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি আমির-কন্যাকে শুভেচ্ছা জানান।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















