Jackie Shroff Birthday: জন্মদিনে জ্যাকি শ্রফকে শ্রদ্ধা 'ফ্যানবয়' অভিষেক বচ্চনের
Jackie Shroff Birthday: অভিষেক বচ্চন ও জ্যাকি শ্রফ এক বিশেষ সম্পর্ক রয়েছে। তাঁর প্রথম ছবি 'রিফিউজি'তে তিনি জ্য়াকি শ্রফের সঙ্গে কাজ করেছেন। এরপরেও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও জ্যাকি।
মুম্বই: আজ বলিউডের 'ভিড়ু'র (Bhidu) জন্মদিন। বিশেষ দিনে বিশেষ পোস্টে তাঁকে শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। মঙ্গলবার ৬৫তম জন্মদিন উদযাপন করছেন বলিউড তারকা জ্যাকি শ্রফ (Jackie Shroff)। তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভালবাসা ও শ্রদ্ধা উজাড় করে দিলেন অভিষেক।
এই বিশেষ দিনের কথা মাথায় রেখে জুনিয়র বিগ বি (Junior Big B) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) একটি পুরনো সাদা কালো ছবি পোস্ট করলেন। ছবিতে তরুণ অভিষেককে দেখা যাচ্ছে জ্যাকির সঙ্গে পোজ দিতে। কোনও অনুষ্ঠান বাড়িতে তোলা ছবি তা স্পষ্ট।
অভিষেক বচ্চন এই বিশেষ ছবি পোস্ট করে লেখেন, 'সকলের মধ্যে সবচেয়ে 'কুল'! শুভ জন্মদিন।' সঙ্গে হ্যাশট্যাগে লেখেন, আজীবন তোমার ভক্ত (Fanboy For Life)।
অভিষেক বচ্চন ও জ্যাকি শ্রফ এক বিশেষ সম্পর্ক রয়েছে। তাঁর প্রথম ছবি 'রিফিউজি'তে (Refugee) তিনি জ্য়াকি শ্রফের সঙ্গে কাজ করেছেন। এরপরেও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও জ্যাকি। সেগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় 'হ্যাপি নিউ ইয়ার' (Happy New Year), 'ধুম ৩' (Dhoom 3), 'বস ইতনা সা খোয়াব হ্যায়' (Bas Itna Sa Khwaab Hai)।
আরও পড়ুন: Kartik Aaryan: ফের প্রেমে পড়েছেন কার্তিক আরিয়ান, ভালোবাসার নাম জানিয়ে দিলেন ছবি
এর আগে জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশাও অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি পোস্ট শেয়ার করে আয়েশা লিখেছেন, 'বিশ্বের সবচেয়ে দয়ালু হৃদয়ের মানুষটির জন্য শুভ জন্মদিন!! সেরা ছেলে এবং সবচেয়ে প্রেমময় বাবা!!' তিনি জ্যাকি শ্রফের সঙ্গে তাঁদের ছেলে টাইগার এবং মেয়ে কৃষ্ণা শ্রফকেও ট্যাগ করেছেন।
অন্যদিকে অভিষেক বচ্চনকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' প্রযোজিত 'বব বিশ্বাস' ছবিতে। অভিনেতা 'দ্য বিগ বুল'-এও অভিনয় করেছিলেন। তাঁর আসন্ন ছবির তালিকায় রয়েছে ইয়ামি গৌতম এবং নিমরত কৌরের সঙ্গে 'দশভি'।