Kartik Aaryan: ফের প্রেমে পড়েছেন কার্তিক আরিয়ান, ভালোবাসার নাম জানিয়ে দিলেন ছবি
কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ভালোবাসাকে দেখে আপ্লুত নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য় তারকারা ভালোবাসা প্রকাশ করেছেন।
মুম্বই: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ফের প্রেমে পড়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভালোবাসার নাম জানালেন। সঙ্গে মিষ্টি ছবিও শেয়ার করলেন। কার্তিক আরিয়ানের ভালোবাসাকে দেখে আপ্লুত নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য় তারকারা ভালোবাসা প্রকাশ করেছেন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। তাঁকে দেখা যাচ্ছে দুহাতে একটি মিষ্টি কুকুরছানাকে ধরে রাখতে। সাদা রঙের মিষ্টি এই সারমেয়টিরই প্রেমে পড়েছেন অভিনেতা। ছবি শেয়ার করে তিনি লেখেন, 'কটোরি। আমি ফের প্রেমে পড়েছি।' সঙ্গে তাঁর ভালোবাসার নাম লিখেছেন কটোরি আরিয়ান (Katori Aaryan)। শুধু তাই নয়, ছোট্ট কুকুর ছানাটির নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলেছেন অভিনেতা। ইতিমধ্যেই কটোরি আরিয়াকে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। মাত্র কয়েক মিনিটেই কার্তিক আরিয়ানের ভালোবাসার ছবিতে প্রায় তিন লক্ষাধিক লাইক পড়ে গিয়েছে।
আরও পড়ুন - Celebrities Update: বিয়ের আগে তাঁকে নিয়ে সেফকে কী বলেছিলেন অক্ষয়? বিস্ফোরক করিনা
কার্তিক আরিয়ানের পোস্ট করা ছবি দেখে অভিভূত নেট দুনিয়া। সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাবু রতনানি কমেন্টে লিখেছেন, 'খুব মিষ্টি।' কমেন্ট করেছেন সোফি চৌধুরি। তিনি লেখেন, 'ও মাই গড'। সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন। অভিনেত্রী রকুল প্রীত সিংহ কমেন্টে লিখেছেন, 'কটোরি। সত্যিই খুব মিষ্টি নাম।' কার্তিক আরিয়ানের নতুন ভালোবাসার ছবি দেখে কটোরিকে ভালোবেসে ফেলেছেন নেট নাগরিকরাও।
প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ধামাকা' (Dhamaka) ছবিতে। যদিও ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। 'ধামাকা' মুক্তি পাওয়ার পর থেকে বলিউডের অন্দর থেকে বাইরে প্রশংসায় ভাসছেন অভিনেতা। তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2), 'ফ্রেডি', 'শেহজাদা' এবং আরও বেশ কিছু ছবিতে।