Ankita Lokhande: অঙ্কিতা লোখন্ডে কি সত্যিই সন্তানসম্ভবা? সহ অভিনেতার মন্তব্যে অবাক সকলেই
Ankita Lokhande Pregnancy: অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতা আর ভিকিকে পরিবারে নতুন সদস্য আগমনের খবর দেওয়ার জন্য। তবে অঙ্কি বা ভিকি কেউই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এই খবর।

কলকাতা: সদ্য এই জুটি নিজেরাই ঘোষণা করেছেন, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande) ও তাঁর স্বামী ভিকি জৈন (Vicky Jain)। 'লাফটার শেফ ২'-এ আপাতত এই জুটিকে দেখা যাচ্ছে। সম্প্রতি অঙ্কিতা কৃষ্ণাকে বলেছেন যে তিনি দৌড়তে পারছেন না কারণ তিনি অন্তঃসত্ত্বা। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতা আর ভিকিকে পরিবারে নতুন সদস্য আগমনের খবর দেওয়ার জন্য। তবে অঙ্কি বা ভিকি কেউই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এই খবর। আর সদ্যই অঙ্কিতা লোখান্ডের গর্ভাবস্থা নিয়ে তাঁর সহ-অভিনেতা অভিষেক কুমার প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনেকদিন ধরেই সন্তানের পরিকল্পনা করছেন অঙ্কিতা
অভিষেক সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক কুমার বলেছেন, 'না, না, আমি জানি না। আমার মনে হয় এটা শোয়ের জন্য ছিল, বাকিটা জানি না। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমি তো অঙ্কিতাজী-কে জিজ্ঞাসা করব না যে আপনি কি.....? তবে তিনি যদি গর্ভবতী হন তবে এটি ভাল খবর। তিনি অনেক দিন ধরেই সন্তানের পরিকল্পনা করছেন। যদি গর্ভবতী হন তবে এটি খুব সুন্দর একটা কথা। যখনই তিনি এই বিষয়ে কথা বলেন, তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এটা তো অনেক বড় একটা কথা, তাই না? খুব ভালো কথা। যদি তিনি হন। আমি এখন কী মামা হব নাকি চাচা হব, সেটা পরে গিয়ে জানা যাবে। যদি এটা সত্যি হয়, তবে সবাই খুব খুশি হবে। তবে সিজন ৩ অঙ্কিতাজীর জন্য কঠিন হয়ে যাবে।'
View this post on Instagram
অঙ্কিতা লোখান্ডের ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। অঙ্কিতার গর্ভাবস্থার কথা শুনে কৃষ্ণা বলেন, 'সত্যি কি একরত্তি আসছে?' এরপর করণ কুন্দ্রা এসেও জিজ্ঞাসা করেন। এরপর অঙ্কিতা হাসতে শুরু করেন। এই ভাইরাল ভিডিও দেখে অনেকেই মনে করছেন, অঙ্কিতা সত্যি সত্যিই অন্তঃসত্ত্বা নন। এটা শো-এরই একটি অংশ। পরিকল্পনা করেই ওই কথা বলেছেন অঙ্কিতা। একদল আবার মনে করছেন, অঙ্কিতা এইরকম বিষয় নিয়ে কখনও মজা করবেন না।






















