Abir Chatterjee: পরাণের কলমে নতুন গোয়েন্দার রূপ পেলেন আবির, পড়বেন বাদামি হায়নার কবলে?
Abir Chatterjee News: এই গল্পে, দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে আবিরকে। ফের আরও এক গোয়েন্দার চরিত্রে আবিরকে দেখা গেলেও, এই চরিত্র বেশ আলাদা হবে বলেই আশা নির্মাতাদের
কলকাতা: দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালনায় নতুন গোয়েন্দার ভূমিকায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আর তাঁর গল্প নাকি লিখছেন শ্রীস্বপনকুমার ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)! আজ মুক্তি পেল এসভিএফ প্রযোজনা সংস্থার (SVF) নতুন ছবি 'শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে'-র মোশন পোস্টার।
এই গল্পে, দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে আবিরকে। ফের আরও এক গোয়েন্দার চরিত্রে আবিরকে দেখা গেলেও, এই চরিত্র বেশ আলাদা হবে বলেই আশা নির্মাতাদের। আজ মোশন পোস্টারের সঙ্গে সঙ্গে মুক্তি পেয়েছে আবির ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের লুক। আবিরের লুকের সঙ্গে অনেকটা মিল পাওয়া যায় শার্লক হোমসের। তাঁর মাথায় বাদামি টুপি, গায়ে বাদামি লম্বা কোট ও হাতে রিভলবার। অন্যদিকে, তাঁরই পিছনে দাঁড়িয়ে রয়েছেন পরাণ। তাঁর এক হাতে একটি লাল খেলন হেলিকপ্টার, অন্য হাতে টর্চ। চোখে চশমা কিন্তু তাঁর মুখে বেশ রসিক হাসি।
এই ছবি সম্পর্কে আবির চট্টোপাধ্যায় বলছেন, 'হইচই স্টুডিও বড়পর্দার জন্য সিনেমা তৈরি করছে, এটা কিন্তু বেশ আকর্ষণীয়। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই ছবির চিত্রনাট্য যখনই আমার হাতে এসেছে, কিছু না ভেবেই স্বাক্ষর করে দিয়েছিলাম আমি। এই কাজটার মাধ্যমে আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। চরিত্রদের লুক থেকে শুরু করে গল্প বলার ধাঁচ, সব বিষয়েই কিছু না কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি। এবার দর্শকেরা কী বলেন, তাঁদের কেমন লাগে সে অপেক্ষাতেই রয়েছি আমরা সবাই। আশা করি দর্শকদের এমন কিছু উপহার দিতে পারব, যা তাঁরা আগে দেখেননি।'
অন্যদিকে, ছবির পরিচালক দেবালয় বলছেন, 'বাংলা ছবিতে এই ধরণের গোয়েন্দাকে আগে তুলে ধরা হয়নি। আবির আর শ্রুতি দুর্দান্ত অভিনয় করেছেন। অন্যদিকে পরাণ বন্দোপাধ্যায়ের অভিনয় একটি অন্য মাত্রা দিয়েছে ছবিটিকে। আশা করব মানুষের এই ছবিটি ভাল লাগবে।'
View this post on Instagram
আরও পড়ুন: Jeetu Kamal: জিতুর জীবনে আরও এক বিচ্ছেদ, অভিনেতার সেই 'প্রিয়'-কে?