ABP Exclusive: প্রশ্ন করলেই বিপদ, ধারাবাহিকের যুক্তিহীন সংলাপ ইচ্ছা হলেও বদলাতে পারি না: সুমন্ত
ABP Exclusive: সেলুলয়েড থেকে ডিজিটাল, তাঁর চোখের সামনে বদলে গিয়েছে বিনোদনের ভাষা। কেমন আছেন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়?
কলকাতা: 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি', সেই ঠাণ্ডা চোখ, শান্ত গলা অথচ শিরদাঁড়া দিয়ে হিমেশ স্রোত বইয়ে দেওয়া সংলাপ। তপন সিনহা পরিচালিত 'আতঙ্ক' ছবির এই সংলাপ এখনও জ্বলজ্বলে সবার স্মৃতিতে। তারপর পেরিয়ে গিয়েছে ৩৫ বছর। ছোটপর্দা ধারাবাহিক চিনেছে 'জননী' আর 'জন্মভূমি' এর হাত ধরে। সেই ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেলুলয়েড থেকে ডিজিটাল, তাঁর চোখের সামনে বদলে গিয়েছে বিনোদনের ভাষা। কেমন আছেন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়?
আপাতত 'পাকা দেখা' ছবির শ্যুটিং করছেন সুমন্ত। শ্যুটিংয়ের বিরতিতে তাঁরই বসার ঘরে বসে এবিপি লাইভে শোনালেন ছোটপর্দা ও বড়পর্দার একাল সেকালের গল্প। ছোটপর্দার প্রথমদিকে ধারাবাহিক 'জন্মভূমি'-তে অভিনয় করেছিলেন সুমন্ত। বর্তমানে 'ফেলনা' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। কতটা বদলেছে শ্যুটিং পরিবেশ থেকে শুরু করে কাজের ধারা? সুমন্ত বলছেন, 'আগে মেগা সিরিয়ালের শ্যুটিংয়েও অনেক ভাবনাচিন্তা করা হত। শিল্পীদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে পরিচালকের কথা হত। আমরা নিজেদের মতামত জানাতে পারতাম। এখন সেইসব কিছু হয় না, বরং এখন প্রশ্ন করা বিপদ। প্রশ্ন করলে কেউ উত্তর দিতে পারে না। বলে, এটা চ্য়ানেল থেকে সিদ্ধান্ত হয়েছে। কোনও সংলাপ বোকা বোকা বা যুক্তিহীন মনে হলেও আমরা বদলাতে পারি না। আমাদের অবস্থা খুব করুণ।'
'জন্মভূমি' ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল প্রতাপ। সুমন্ত বলছেন, 'জন্মভূমিতে আমার চরিত্রটা দারুণ ছিল। সেখানে শুরুতে একরকম ছিল চরিত্রটা, পরে গল্পের প্রয়োজনে বদলে যায়। মোট কথা অনেক রকম শেডস ছিল চরিত্রটায়। জন্মভূমি নিয়ে আমি এখনও নস্ট্যালজিয়ায় ভুগি।'
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক কাজ করেছেন সুমন্ত। তাঁর চলে যাওয়া কতটা ধাক্কা ছিল অভিনেতার কাছে? সুমন্ত বলছেন, 'আমি সৌমিত্রদার সঙ্গে ছোটপর্দা থেকে বড়পর্দা অনেক জায়গাতেই কাজ করেছি। উনি আমার পরিচালনায় ধারাবাহিকও করেছেন। কত স্মৃতি... সৌমিত্রদার চলে যাওয়াটা আমার কাছে একটা বড় ধাক্কা ছিল। উনি আরও কিছুদিন থাকলে ইন্ডাস্ট্রির, আমাদের অভিনেতাদের কিছুটা সুবিধা হত।'
ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন কয়েকটা দশক। ইন্ডাস্টির ওপর কোনও অভিমান রয়েছে? একটু হেসে সুমন্ত বললেন, 'আমি খুব অল্প ছবিতেই অভিনয়ের সুযোগ পেয়েছি। তবে আমি বিশ্বাস করি, আমার নিজের যা প্রতিভা আছে, তাতে এটুকুই সুযোগ পাওয়ার ছিল আমার। তাই কোথাও কোনও অভিমান নেই।' আর আফসোস? একটু থেকে অভিনেতা বললেন, 'আমায় সবাই একরকম চরিত্র অফার করতেন। নিজেকে তাই বার বার পুনরাবৃত্তি করে যেতে হয়েছে। অভিনেতা হিসেবে এটা একটা খারাপ লাগার জায়গা। আমি অন্যধরণের চরিত্র আরও পেলে সেখানে অভিনয় করতে চাইতাম।'