ABP Exclusive: 'সুপার সিঙ্গার সিজন ৩'-এ কোনও নাটক নেই, আমি যেমন ঠিক তেমনই থাকতে পেরেছি: সোনু নিগম
ABP Exclusive: এছাড়াও কলকাতার সঙ্গে সোনুর আরও গভীর সম্পর্ক তো রয়েইছে। 'এই অনুষ্ঠানের জন্য আমি এতদিন টানা কলকাতায় থাকতে পেরেছি। কলকাতা-মুম্বই যাতায়াত করেছি। সেটা আমার কাছে অনেক বড় পাওনা।'
কলকাতা: সঙ্গীতের রিয়েলিটি অনুষ্ঠানের (Singing Reality Show) সঙ্গে যোগাযোগ তাঁর বহুদিনের। সঙ্গীতশিল্পীর নিজের কথাতেই 'প্রায় ২৭ বছর'। এরপর একের পর এক হিন্দি রিয়েলিটি শোয়ে তাঁকে কখনও সঞ্চালক, কখনও বিচারক, আবার কখনও বিশেষ অতিথির ভূমিকায় দেখা গেছে। তাছাড়া ভারতীয় সঙ্গীত জগতে তিনি এক উজ্জ্বল নাম। তিনি সোনু নিগম (Sonu Nigam)।
১৯৯৫ সালে 'সা রে গা মা পা' সঙ্গীত রিয়েলিটি শোয়ের সঞ্চালক ছিলেন তিনি। ১৯৯৯ পর্যন্ত সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর একাধিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন। তাও আবার জাতীয় স্তরে। আর ২০২১ সালে এসে তিনি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো 'সুপার সিঙ্গার সিজন ৩'-এর বিচারক (Super Singer Season 3)।
'সুপার সিঙ্গার সিজন ৩'-এর ফাইনাল পর্ব আসন্ন। এ যাবৎ কেমন ছিল তাঁর অভিজ্ঞতা? এতদিন ধরে তিনি রিয়েলিটি শোয়ের সঙ্গে যুক্ত, এত বছরে কীভাবে বদলাতে দেখেছেন সবকিছু? বাংলা রিয়েলিটি শো কতটা আলাদা হিন্দি অনুষ্ঠানের থেকে? এবিপি লাইভের প্রশ্নে অকপট সোনু। তিনি বলেন, 'প্রত্যেকটা ভারতীয় রিয়েলিটি শোয়ের মূল উপাদান "ড্রামা"। আর সেখানেই আলাদা "সুপার সিঙ্গার"। এখানে আমাকে নাটক করতে হয়নি। আমি ঠিক যেমন, তেমনই থেকেছি। আমি যা বলতে চেয়েছি, যা মন থেকে ভেবেছি, সেটাই বলেছি। এই অনুষ্ঠান প্রচণ্ড সৎ। কারও গান শুনে নকল চোখের জল ফেলতে হয়নি। যদি কারও পারফর্ম্যান্সে কেঁদেছি, তাহলে সেটা সম্পূর্ণ সৎ ছিল।'
'সুপার সিঙ্গার সিজন ৩' নিয়ে তিনি আরও বলেন, 'এই অনুষ্ঠানের সবচেয়ে বড় ইতিবাচক দিক যে এখানে আমরা শোয়ের সুবিধা দেখিনি। বরং প্রতিযোগীদের প্রয়োজনীয়তা দেখেছি, তাঁরা কীভাবে কমফর্টেবল থাকবে সেই চিন্তা করেছি। প্রত্যেককে সমান সুযোগ দেওয়া হয়েছে।'
আরও পড়ুন: ABP Exclusive: আমি সঙ্গীতপ্রেমী, সর্বত্রই মন দিয়ে নিজের কাজ করেছি : যীশু
এছাড়াও কলকাতার সঙ্গে সোনুর আরও গভীর সম্পর্ক তো রয়েইছে। তিনি কলকাতার জামাই বলে কথা। সোনু নিগমের স্ত্রী মধুরিমা নিগম এখানকারই মেয়ে। সোনুর কথায়, 'এই অনুষ্ঠানের জন্য আমি এতদিন টানা কলকাতায় থাকতে পেরেছি। কলকাতা-মুম্বই যাতায়াত করেছি। সেটা আমার কাছে অনেক বড় পাওনা।' কলকাতার খাবার কি তবে চেখে দেখেছেন গায়ক? উত্তরে হাসতে থাকেন সোনু, 'শানু দার কাছে খাবারের জায়গার অজস্র সন্ধান থাকে। কোন রেস্তোরাঁয় কী সেরা খাবার পাওয়া যায় সব ওঁর জানা। ব্যস! মাঝে মাঝেই বিভিন্ন খাবার আনতেন। অনেক কিছুই খেয়েছি।'
'সুপার সিঙ্গার সিজন ৩'-এর ৭ ফাইনালিস্টের নাম শুচিস্মিতা, মানসী, প্রণয়, কুমার গৌরব, সৌমী, দেয়াসিনি ও শুভজিৎ। শেষ পর্বে বিশেষ অতিথি হিসাবে থাকবেন কবিতা কৃষ্ণমূর্তি, ইলা অরুণ, শান, পলক মুছল। বাংলা টেলিভিশনের মঞ্চে প্রথমবার হাজির হবেন মাধুরী দীক্ষিত ও বাদশাহ। একই মঞ্চে পারফর্ম করবেন বাংলার দুই সুপারস্টার দেব ও জিৎ। ফলে টানা ১০ ঘণ্টার সুরেলা যাত্রার সঙ্গী হতে তৈরি থাকুন।