এক্সপ্লোর
ও একটা ছোট্ট খেলনা! আবরামকে নিয়ে উচ্ছ্বাস কর্ণ জোহরের
1/5

অ্যায় দিল হ্যায় মুশকিল পরিচালক লিখছেন, সেদিন আমার অফিসে আবরাম এসেছিল। ওখানকার কর্মীরা তো ওকে নিয়েই মেতে উঠল, যেন ব্র্যাড পিট এলেন! আর সবার নজর টেনে নিয়ে খুব মজা পাচ্ছিল আবরামও। ছবি: সোলারিস ইমেজ, ইনস্টাগ্রাম ও এএনআইয়ের সৌজন্যে।
2/5

তিনি লিখেছেন, আমার মধ্যে পার্থিব, পিতৃসুলভ অনুভূতিও আছে। শাহরুখ, গৌরীর বাচ্চাদের দেখলে আমার বাবাসুলভ ভাবটা জেগে ওঠে। গৌরীদের বাড়িতে আমি যাই আবরামের সঙ্গে খেলতে। গৌরীরা ওকে নিয়ে বাইরে বেরলেও আবরামের অপেক্ষায় থাকি। আমার মা-ও ভালবাসে ওকে।
Published at : 14 Jan 2017 07:06 PM (IST)
View More






















