Abu Hena Rony: অনেকটা সুস্থ আবু হেনা রনি, খুশির ছবি শেয়ার করলেন মীর
Abu Hena Rony Update: সোশ্যাল মিডিয়ায় আজ মীরের শেয়ার করে নেওয়া ছবিতে আবু হেনা রনি। গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় একটি গ্যাস বেলুন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন জনপ্রিয় কৌতুক শিল্পী আবু হেনা রনি
কলকাতা: অনেকটাই সুস্থ আবু হেনা রণি (Abu Hena Rony), তাঁর মুখে যেন বিজয়ের হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবির শেয়ার করে নিলেন খোদ মীর আফসর আলি (Mir Afsar Ali)। লিখলেন, 'দীর্ঘদিন পরে একটা ভালো রবিবার।'
ঠিক কী হয়েছিল আবু হেনা রনির?
সোশ্যাল মিডিয়ায় আজ মীরের শেয়ার করে নেওয়া ছবিতে আবু হেনা রনি। কিন্তু লড়াইটা চলল এক মাসেরও বেশি সময় ধরে। গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় একটি গ্যাস বেলুন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন জনপ্রিয় কৌতুক শিল্পী আবু হেনা রনি (Abu Hena Rony)। একটি প্রথম সারির চ্যানেলের একটি কমেডি শো-তে এসে দর্শকদের মন জয় করেন আবু হেনা রনি। ভারতেও তাঁর অনুরাগীদের সংখ্যা কম নয়।
আরও পড়ুন: Radhuni Special Episode: স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাদে সেরা রেসিপি, 'রাঁধুনী'-র বিশেষ চমক
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই অংশ নিতে সেখানে গিয়েছিলেন মীরাক্কেল জয়ী কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সেই সময়ই সেখানে থাকা একটি গ্যাস বেলুন থেকে বিস্ফোরণ হয়। এই স্থানেই দাঁড়িয়েছিলেন আবু এবং আরও কয়েকজন ব্যক্তি। কয়েকজন পুলিশ কনস্টেবলও ছিলেন সেখানে। গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় আবু হেনা রনি এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন। এরপর থেকে একটা লম্বা লড়াইয়ের গল্প।
আজ সোশ্যাল মিডিয়ায় মীর খুশির ছবি শেয়ার করেছেন। খুশির শুরু যেন আবু হেনা রনির হাসি থেকেই। তার শরীরের কিছুটা অংশের চামড়া এখনও স্বাভাবিক হয়নি। মীর লিখেছেন, 'আবু হেনা রনি জিন্দাবাদ! বহুদিন পরে একটা সেরা রবিবার। আলহামিদুল্লা।'