Actor Ajaz Khan: 'হাউজ অ্যারেস্ট' বিতর্কের মধ্য়েই আরও বিপাকে আজাজ় খান, পুলিশের কাছে দায়ের হল অভিযোগ
House Arrest: যে অভিনেত্রী অভিযোগ দায়ের করেছেন, সেই অভিনেত্রীর দাবি, আজাজ় খান তাঁর 'হাউস অ্যারেস্ট' শো-তে হোস্টের ভূমিকা দেওয়ার জন্য তাঁকে ডেকেছিলেন

কলকাতা: রিয়্যালিটি শো ‘হাউস অ্যারেস্ট’ ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। আর এবার, ধর্ষণের অভিযোগে নাম জড়িয়ে গেল শো-এর অভিনেতা আজাজ় খানের। মুম্বইয়ের চারকোপ থানায় এক অভিনেত্রী লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিনেতার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, রিয়্যালিটি শো-তে উপস্থাপনার অনুরোধ জানিয়েছিলেন অভিযুক্ত। সেই সূত্রেই ঘনিষ্ঠতার চেষ্টা করেন নাকি আজাজ় খান। অভিনেতা নাকি জোর করে ধর্ষণ করেন তাঁকে। আশ্বাস দেন, ইসলামে চার বার বিবাহের অনুমতি রয়েছে। সেই অনুযায়ী অভিনেত্রী ধর্মান্তরিত হলেই অভিনেতা তাঁকে বিয়ে করবেন।
আজাজ খানের বিরুদ্ধে অভিযোগ
যে অভিনেত্রী অভিযোগ দায়ের করেছেন, সেই অভিনেত্রীর দাবি, আজাজ় খান তাঁর 'হাউস অ্যারেস্ট' শো-তে হোস্টের ভূমিকা দেওয়ার জন্য তাঁকে ডেকেছিলেন। শুটিং চলাকালীন আজাজ় খান নাকি প্রথমে ওই অভিনেত্রীকে প্রেম নিবেদন করেন এবং পরে ধর্ম পরিবর্তন করে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। অভিনেত্রীর বাড়িতে গিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এরপর রবিবার সন্ধ্যায় ওই অভিনেত্রী চারকোপ থানায় মামলা দায়ের করেন।
কোন কোন ধারায় মামলা দায়ের
আজাজ় খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (বিএনএস)-র ৬৪, ৬৪(২ এম), ৬৯, ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজাজ় খানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হওয়ার পর থেকেই পুলিশ আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। মামলা দায়েরের পর মুম্বইয়ের চারকোপ পুলিশ আজাজ় খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আজাজ় খানের ফোন সুইচ অফ রয়েছে। আজাজ় খানের বাড়িতে পুলিশ গিয়েছিল, কিন্তু আজাজ খান বাড়িতে ছিলেন না। পুলিশ এখন তাঁকে খুঁজছে।
উল্লেখ্য, কিছুদিন ধরে আজাজ় খান হাউস অ্যারেস্ট শো নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি 'উল্লু' অ্যাপে তার রিয়ালিটি শো 'হাউস অ্যারেস্ট' সম্প্রচারিত হয়। আজাজ় খান এই শো-র হোস্ট ছিলেন। শো-র একটা পর্বে মেয়েদের নগ্ন করে দেওয়া হয়েছিল। এছাড়াও কিছু অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল। এরপর থেকে আজাজ খান বিতর্কে জড়িয়ে রয়েছেন। আজাজ খানের প্রচুর সমালোচনা হয়েছে। একইসঙ্গে শো বন্ধ করার দাবি উঠেছিল। সেই শো এখন বন্ধ হয়ে গিয়েছে। অ্যাপ থেকে শো-র সব পর্ব সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন উল্লু অ্যাপকে অশালীন ও অশ্লীল সামগ্রী দেখানোর জন্য সমন পাঠিয়েছে। উল্লু অ্যাপের সিইও বিভু আগ্রওয়াল এবং আজাজ খানকে ৯ মে জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হতে হবে।






















