Tollywood News: লাল ঢিলে শার্ট, বাবার পাশে দাঁড়ানো এই কিশোরই এখন টলিউডের জনপ্রিয় পরিচালক-অভিনেতা!
Tollywood Update: এই অভিনেতা অভিনয়ে পা রেখেছিলেন ছোটপর্দা থেকেই। তারপরে ধীরে ধীরে নিজের পরিধি বাড়িয়েছেন পর্দায় ও তার পিছনেও। ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি, দাপিয়ে কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও
কলকাতা: বাবার পাশে দাঁড়িয়ে এক কিশোর। লাল ঢিলে শার্ট আর কালো প্যান্টে একটি বাগানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশে বাবা। একঝলকে ছবি দেখলে, তাঁকে চেনাই যায়। সোশ্যাল মিডিয়ায় সকালবেলা এই ছবিই পোস্ট করে নিয়েছেন টলিউডের এক জনপ্রিয় পরিচালক ও অভিনেতা। উপলক্ষ্য, তাঁর বাবার জন্মদিন।
এই অভিনেতা অভিনয়ে পা রেখেছিলেন ছোটপর্দা থেকেই। তবে তারপরে ধীরে ধীরে নিজের পরিধি বাড়িয়েছেন পর্দায় ও তার পিছনেও। ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি, দাপিয়ে কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। সেইসঙ্গে, পরিচালনাতেও ইতিমধ্যেই হাত পাকিয়ে ফেলেছেন তিনি। টলিউডের এই অভিনেতা-পরিচালকের কাজ ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে ওয়েব দুনিয়ায়।
তাঁর সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজে দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর মতো অভিনেতা অভিনেত্রীদের। সেই সিরিজের দ্বিতীয় অধ্যায়ের জন্য কার্যত মুখিয়ে রয়েছেন দর্শকেরা। তবে এর মধ্যেই, নতুন প্রোজেক্টের কাজ শেষ করে ফেলেছেন এই পরিচালক অভিনেতা। এবার দেবশ্রী রায়কে (Debosree Roy)-কে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন তিনি। একসময় বড়পর্দার তারকা দেবশ্রী, একেবারে ছকভাঙা চরিত্রে, ওটিটি প্ল্যাটফর্মে পা রাখবেন তাঁর সিরিজেই।
কেবল অভিনয় বা পরিচালনা নয়, এই শিল্পীর কলমও বেশ জনপ্রিয়। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাঁর লেখা কবিতার বইও। তা বেশ জনপ্রিয়ও হয়েছে পাঠক-পাঠিকাদের মধ্যে। পরিচালক অভিনেতার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে তাঁর টুকরো টুকরো কবিতা পাঠের। অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় তাঁর এই কবিতার ভিডিওগুলি।
আজ সোশ্যাল মিডিয়ায়, নিজের বাবার সঙ্গে ছবি পোস্ট করে এই পরিচালক-অভিনেতা লিখেছেন, 'এই ছবিটা ঘাটশিলায়, বিভূতিভূষণের বাড়ির সামনে, খুব সম্ভবত দিদির তোলা। সদ্য চাঁদের পাহাড় পড়া আমাদের গোটা ঘাটশিলাকে মনে হয়েছিল এক টুকরো আফ্রিকা। তুমিই তো সূত্রধর ছিলে। আর মনে হওয়াকে আবার কেই বা কবে আটকাতে পেরেছে … ঠিক যেমন তোমাকে মনে পড়া .. প্রতিনিয়ত। মোম্বাসার সেই রেলপথ কি পৃথিবীর অক্ষরেখা বরাবর পাক দিয়ে শেষমেশ তুমি অব্দি পৌঁছায়? হয়তো পৌঁছায় , যে ট্রেন এ চড়ে রোজ রোজ আসি তোমার কাছে গল্প শুনতে । শুভ জন্মদিন বাবা ভাল থেকো ..'
এই ছবির কমেন্টবক্সে সোশ্যাল মিডিয়ায়, অভিনেতার বাবার উদ্দেশে জানিয়েছেন অনেকেই। আর কবি, পরিচালক, অভিনেতা... বাবার জন্মদিনে তিনি ভেসেছেন আবেগে, স্মৃতিতে।
এতক্ষণে পাঠকেরা হয়তো আন্দাজ করেছেন ছবির এই কিশোরটির পরিচয়? ইনি সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।
View this post on Instagram
আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।