Ranbir Kapoor: দীপিকার শরীরে ছিল তাঁর নাম, কিন্তু আলিয়াকে এড়িয়ে রনবীর কার নাম লিখিয়েছেন কাঁধে?
Ranbir Kapoor New Tattoo: সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল 'অ্যানিমল' ছবির টিজার। সেখানেও একেবারে শেষে গিয়ে দেখা গিয়েছিল ববি দেওলের প্রবেশ, যা প্রভাব ফেলেছিল
কলকাতা: বলিউডে সবসময়েই নজরে থাকে ট্যাটু-তরজা। কখনও কারও নাম শরীর ট্যাটু করানোর পরেও সম্পর্ক ভেঙেছে.. কখনও আবার ট্যাটুই প্রকাশ্যে এনেছে সম্পর্কের কথা। আর এবার... ফের প্রকাশ্যে এল আরও এক ট্যাটুর কথা। আর সেই ট্যাটু দেখা গেল রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর শরীরে!
আপাতত নতুন ছবি 'অ্যানিম্যাল' (Animal)-এর প্রচারে ব্যস্ত রণবীর কপূর। আর সেই প্রচারের সময়েই রণবীর প্রকাশ্যে এনেছেন, শরীরে নতুন ট্যাটু করিয়েছেন রণবীর। সেখানে একজনের নাম লেখা। সেই নাম স্ত্রী আলিয়া ভট্টের (Alia Bhatt) নয়, কন্যা রাহার (Raha)। আলিয়া বারে বারে বলেছেন, রণবীর বাবা হিসেবে ভীষণ ভাল। সবসময়েই নাকি আগলে রাখতে চান রাহাকে। আর এবার, সেই ট্যাটুই প্রকাশ্যে ক্যামেরার সামনে দেখালেন রণবীর।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) ও রণবীর অভিনীত এই ছবির ট্রেলার। রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) ও ববি দেওল (Bobby Deol) অভিনীত 'অ্যানিমল' ছবির ট্রেলার ('Animal' Trailer Out) প্রকাশ্যে। মুক্তির পর থেকেই গুঞ্জন সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং 'অ্যানিমল'। বিশেষত ট্রেলারের একেবারে শেষে দেখানো রণবীর ও ববি দেওলের মধ্যে মারপিটের দৃশ্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া নজর কেড়েছে রণবীর কপূর ও অনিল কপূরের বাবা-ছেলে জুটি। নেটপাড়ায় কী প্রতিক্রিয়া মিলছে?
সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল 'অ্যানিমল' ছবির টিজার। সেখানেও একেবারে শেষে গিয়ে দেখা গিয়েছিল ববি দেওলের প্রবেশ, যা প্রভাব ফেলেছিল। এবারে ট্রেলারেও একেবারে শেষে গিয়ে মিলল তাঁর কয়েক ঝলক। যদিও তাতেই নিজের স্থান বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। বেশ বোঝাই যাচ্ছে যে সিনেমায় বিশেষভাবে ববি দেওলকে পেতে চলেছেন দর্শক, আর সেই কারণেই নির্মাতারা ট্রেলারেও তাঁর চরিত্রকে বিশেষ ভাঙতে চাইছেন না।
ট্রেলারের শুরুতেই মিলছে বাবা ও ছেলের সম্পর্কের আভাস। ছোট থেকেই বাবার প্রিয় হয়ে উঠতে চায় রণবীরের চরিত্র। বড় হয়েও তাই। অনেকের মতে বাবার প্রতি তাঁর ভালবাসা খানিকটা রোগের মতো। রণবীরের স্ত্রীয়ের চরিত্রে রশ্মিকা। স্বামীকে বোঝাতে চেয়েও অপারগ। এদিকে বাবার জন্য সে পৃথিবী তোলপাড় করতে পারে। বাবার বুকে গুলি লাগলে সে হামলার বদলা নিতে মরিয়া হয়ে ওঠে, এবং তাঁকে বলতে শোনা যায়, 'যে বাবাকে গুলি করেছে, কথা দিচ্ছি আমি নিজে তার গলা কাটব'।
আরও পড়ুন: Ankush on New Film: 'প্রেক্ষাগৃহে মাছি উড়ছে', মুখ থুবড়ে পড়েছে নতুন ছবি! বলছেন খোদ অঙ্কুশই
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।