Ankush on New Film: 'প্রেক্ষাগৃহে মাছি উড়ছে', মুখ থুবড়ে পড়েছে নতুন ছবি! বলছেন খোদ অঙ্কুশই
Ankush Hazra: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ লেখেন, 'ভীষণই কমসংখ্যক মানুষ 'কুরবান' দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন
কলকাতা: নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি, সেই সঙ্গে কাজ করছেন অন্যান্য প্রযোজকদের সংস্থাতেও। তবে যেখানে অনেক অভিনেতা-প্রযোজকদের বিরুদ্ধে ওঠে নিজেদের সব কাজকেই হিট বলার অভিযোগ... সেখানে ছবির সত্যিটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপটে লিখলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। জানালেন... তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'কুরবান' (Kurban) নাকি কেউ দেখছেন না!
শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় অঙ্কুশ ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-এর এই ছবিটি মুক্তি পেয়েছে সদ্য। সেখানে অঙ্কুশকে দেখা গিয়েছে এক্কেবারে অন্য লুকে। কাঁধ ছোঁয়া চুল, চোখে চেহারায় এক অদ্ভুত উদাসীনতা। ট্রেলারে যতটুকু দেখা মিলেছিল.. তাতেই বোঝা গিয়েছিল অঙ্কুশের কেরিয়ারে বেশ অন্যরকম ছবি এটি। বেশ চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। তবে প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে নাকি মানুষ প্রায় আসছেনই না।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ লেখেন, 'ভীষণই কমসংখ্যক মানুষ 'কুরবান' দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। সত্যটা মানতে একেবারেই লজ্জা নেই। কিন্তু চারিদিকে বেশ ভাল রিভিউ পাচ্ছি ছবিটি নিয়ে। যে কিছুজন মানুষ হলমুখী হচ্ছেন, তাদেরও যদি সত্যি ভাল লেগে থাকে, সবাইকে বলবেন যেতে। না, বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভাল লাগলে আশেপাশের মানুষদের জানাবেন। আপনাদের ছাড়া কাকে অনুরোধ করব বলুন। আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে তাদের তো আর বোঝাতে পারব না। যাই হোক, ভাল থাকবেন সকলে। বাকি দেখা হচ্ছে ২০২৪-এ কোনও এক সবথেকে বড় উৎসব এ, মির্জা নিয়ে।
এর আগে অঙ্কুশ ও প্রিয়ঙ্কা একসঙ্গে 'বিবাহ অভিযান' ও 'আবার বিবাহ অভিযান' ছবিতে কাজ করলেও একে অপরের বিপরীতে এই প্রথম কাজ করলেন। 'কুরবান' মনুষ্যত্বের গল্প বলেছে, মানুষের কথা বলেছে, হাসানের কথা বলেছে। জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা অজানা পথের কথা বলেছে। সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবণ হাসান। তার কারণ হয়তো তার আব্বা, আম্মি আর আম্মির হিন্দু সই - তার মাসি। একনজরে হাসানের সংসার বড় সুখের মনে হয়। টলমল পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল। তবে... সেই সহজ সরল গল্প দেখতে নাকি প্রেক্ষাগৃহে যাচ্ছেন না দর্শক।
অঙ্কুশের সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে এই লেখাকে কিন্তু অন্য চোখে দেখেছেন সবাই। অনেকেই পাশে দাঁড়িয়েছেন অঙ্কুশের। অনেকে আগাম ছবির জন্য শুভকামনা জানিয়েছেন.. অনেকে আবার অনুরোধ জানিয়েছেন ছবিটা বাংলাদেশে রিলিজ করার জন্য।