Hina Khan: কেমোথেরাপি শুরু হওয়ার পর কাজে ফিরলেন অভিনেত্রী হিনা খান, পোস্ট করলেন ভিডিও
Hina Khan Health Update: স্টেজ থ্রি স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। শুরু হয়েছে কেমোথেরাপি। এবার তিনি ফিরলেন কাজে। যেখানে সাধারণ মানুষ তাঁকে বারবার দেখতে চান।
মুম্বই: কঠিন রোগে আক্রান্ত তিনি। শরীরে বাসা বেঁধেছে কর্কট (Cancer)! শুরু হয়েছে চিকিৎসা, কেটে ফেলেছেন চুল। তা বলে মনের জোর একেবারেই হারিয়ে ফেলেননি অভিনেত্রী হিনা খান (Hina Khan Health Update), বরং নব উদ্যমে কাজে ফিরছেন তিনি। কেমোথেরাপি শুরু হওয়ার পর প্রথম কাজে ফিরছেন, মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন। (Back To Work)
কাজে ফিরলেন হিনা খান
স্টেজ থ্রি স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। তবে প্রথম থেকেই নিজের আত্মবিশ্বাস, অদম্য জেদ ও মনের জোরে ধীরে ধীরে এই কঠিন লড়াইয়ের পথে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তিনি। এবং তাই করছেনও। কিছুদিন আগেই একটি অ্যাওয়ার্ড সেরিমনি থেকে ফিরেই সোজা যান হাসপাতালে। প্রথম কেমোথেরাপি শুরুর পরে একদিন ভিডিও পোস্ট করেন তাঁর চুল কেটে ছোট করে ফেলার। এবার তিনি ফিরলেন কাজে।
এদিন একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি মেকআপ করছেন দেখা যাচ্ছে। মাথায় পরেছেন পরচুলা, যার সামনে ফ্রিঞ্জ স্টাইল করা। তাঁকে বলতে শোনা যায়, 'স্টিচগুলো ঢাকার চেষ্টা করছি। শো মাস্ট গো অন।' শরীরের ভিতরে শত যন্ত্রণা থাকলেও মুখে চওড়া হাসি বর্তমান। অবশ্যই তাঁর পাশে রয়েছেন গোটা টিম।
এদিন ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার রোগ ধরা পড়ার পর প্রথম কাজের অ্যাসাইনমেন্ট। চ্যালেঞ্জিং, বিশেষত যখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। তাই খারাপ দিনগুলিতে নিজেকে একটু বিরতি দিন, কোনও ব্যাপার না... ওটা আপনার প্রাপ্য। যদিও, ভাল দিনগুলিতে জীবনকে উপভোগ করতে ভুলবেন না, সেই সংখ্যা যতই কম হোক না কেন। ওই দিনগুলির গুরুত্ব অপরিসীম। বদলকে আপন করুন, পার্থক্যকে আলিঙ্গন করুন, এবং স্বাভাবিক করুন সেটা।'
View this post on Instagram
দীর্ঘ পোস্টে তিনি আরও লেখেন, 'বলে রাখা ভাল, আমার চিকিৎসা চলছে কিন্তু আমি সবসময় হাসপাতালে থাকি না... তাই সকলকে বলছি, কাজ করা ব্যাপারটা স্বাভাবিক করা হোক, যদি সেই শারীরিক শক্তি ও ক্ষমতা থাকে, যা করলে আপনি আনন্দিত থাকেন তাই করুন। মেনে নিন, আলিঙ্গন করুন ও স্বাভাবিক করুন।' তাঁকে কাজে ফিরতে দেখে আনন্দিত তাঁর অনুরাগীরা, সহকর্মীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।