Hina Khan: কাজের ব্যস্ততা সরিয়ে মধুচন্দ্রিমায় হিনা, কোথায় গেলেন রকির সঙ্গে?
Hina Khan News: বিয়ের পরেই কাজে যোগ দিয়েছিলেন হিনা। সেই কারণে তিনি সেই সময়ে মধুচন্দ্রিমায় যেতে পারেননি

কলকাতা: সদ্য দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের (Rocky Jaiswal) সদ্যই নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। সদ্যই সবাইকে চমকে দিয়ে আইনি বিবাহ সেরেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছিলেন হিনা। কিন্তু বিয়ের পরেই কাজে যোগ দিয়েছিলেন হিনা। সেই কারণে তিনি সেই সময়ে মধুচন্দ্রিমায় যেতে পারেননি। অবশেষে, বিয়ের বেশ কিছু দিন পরে, সময় বের করে মধুচন্দ্রিমায় গিয়েছেন হিনা ও রকি। সোশ্যাল মিডিয়ায় হিনা শেয়ার করে নিয়েছেন তার টুকরো টুকরো ছবি। তাঁরা গোয়ায় মধুচন্দ্রিমা করে গিয়েছেন।
প্রথমে বিমানে বসে থাকার একটি ছবি শেয়ার করে নিয়েছেন হিনা। দ্বিতীয় ছবিটি গোয়ার সমুদ্র সৈকতের। তৃতীয় ছবিটিতে দেখা যাচ্ছে, হিনা আর রকি ফলের রস খাচ্ছেন। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, হিনা একটি দোলনায় বসে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় হিনার ছবি দেখে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই চান, হিনা ক্যানসারকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।

সোশ্যাল মিডিয়ায় হিনা বিয়ের একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন এর আগে। সোশ্যাল মিডিয়ায় হিনা যে ভিডিও আপলোড করেছেন, সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'আমি কেবল কয়েকটা কথা বলতে চাই.. এটা কোনও ব্রত নয়। এটা একটা অনুভূতি। এটা একটা আবেগ। ভালবাসায় থাকা, সত্যিই ভীষণ সুন্দর। কিন্তু আমার মতো মেয়ের জীবনের সমস্ত ওঠা পড়া, খামতিকে গ্রহণ করে, সমস্ত কিছুকে আলিঙ্গন করা... আমি জানি না আগামীকাল কী হবে। আমার সমস্ত ভুলগুলোকে নিয়ে, আমায় মেনে নেওয়া আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। তোমায় ধন্যবাদ'। এর পরে রকি বলেন, 'ও শুধু আমার জগৎ নয়, ও আমার আত্মা, আমার হৃদয়। আর ও সঙ্গে থাকলে সবকিছু ঠিক ঠাক থাকে। সবকিছু অর্থপূর্ণ হয়ে ওঠে, যখন ও হাসে। তাই, প্রত্যেকটা এটা নিশ্চিত করতে হবে যে ও যেন হাসতে থাকে। তোমায় ভালবাসি।'
View this post on Instagram
সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন হিনা। সেখানে দেখা গিয়েছিল, হিনার পা টিপে দিচ্ছেন রকি।























