Kalki Koechlin Deletes X App: ফোন থেকে 'X' অ্যাপ মুছলেন কল্কি, কেন?
Kalki Koechlin: আর নিজের 'এক্স' হ্যান্ডল ব্যবহার করছেন না অভিনেত্রী কল্কি কেঁকলা। কিন্তু কেন? ইনস্টাগ্রামে এই কথা জানিয়েছেন।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (X) (পূর্ববর্তী ট্যুইটার) (Twitter) থেকে সরলেন অভিনেত্রী কল্কি কেঁকলা (Kalki Koechlin)। তবে ঠিক অ্যাকাউন্ট (Account) ডিলিট করেননি তিনি, ফোন থেকে মুছে দিয়েছেন ওই অ্যাপ (App)। ইনস্টাগ্রামে সেই পোস্ট করেন তিনি এবং তাতে মিশ্র প্রতিক্রিয়া পান অভিনেত্রী।
'এক্স' মুছলেন কল্কি, কেন?
আর নিজের 'এক্স' হ্যান্ডল ব্যবহার করছেন না অভিনেত্রী কল্কি কেঁকলা। কিন্তু কেন? ইনস্টাগ্রামে এই কথা জানিয়েছেন। একটি স্ক্রিনশট শেয়ার করেন তিনি, যা দেখে বোঝা যাচ্ছে ফোন থেকে 'এক্স' অ্যাপ ডিলিট করতে চলেছেন তিনি। প্যালেস্তাইন ও ইজরায়েলে চলতে থাকা যুদ্ধের আবহে এক্স যে ধরনের পোস্ট তিনি দেখতে পাচ্ছেন, তার থেকেই এই সিদ্ধান্ত নেন।
'দেব ডি' অভিনেত্রী এদিন অ্যাপ মুছে ফেলার পোস্ট করে তিনি লেখেন, 'এটা আজ করতে বাধ্য হলাম। এই ঘৃণা ও ভুল তথ্য, এগিয়ে আসা সর্বনাশা অবস্থা, এই অসহায়তা। কিন্তু আমার ধৈর্য্যের সীমা ছাড়িয়ে গেল, যা আমাকে বোঝাল যে এবার সীমা টানা উচিত, তা হল হাজার হাজার প্যালেস্তিনীয় শিশুদের হত্যার কথা অস্বীকার বা তার যথার্থতা বা ইজরায়েলি নারীদের ধর্ষিতা, নির্যাতন ও হত্যার অস্বীকার বা গৌরবান্বিত করে দেখানো, যথেষ্ট হয়েছে।'
View this post on Instagram
এই পোস্টেই তিনি আরও একাধিক বিকল্প প্ল্যাটফর্মের কথা উল্লেখ করেন। তাঁর সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে 'ফোর মোর শটস প্লিজ' অভিনেত্রী সায়নী গুপ্ত বলেন, 'একদম। আর কোনও বাজে জিনিস নয়! এতো পুরোই মেরুকরণ। তাছাড়া আমিও ট্যুইটার ছেড়েছি প্রায় বছর দুয়েক আগে। সবচেয়ে ভাল সিদ্ধান্ত।' অনেক অনুরাগীও তাঁর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
আরও পড়ুন: Animal vs Sam Bahadur BO Day 5: ৩০০ কোটির ক্লাবের দিকে 'অ্যানিম্যাল', কত আয় 'স্যাম বাহাদুর' ছবির?
কল্কিকে শেষ দেখা গিয়েছে 'গোল্ডফিশ' নামক ছবিতে দীপ্তি নাভালের সঙ্গে। মা মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প এটি। 'গালি বয়' ছবির পর এটিই তাঁর কামব্যাক সিনেমা। এরপর তাঁকে আর অরবিন্দেরর 'এম্মা অ্যান্ড অ্যাঞ্জেল' ছবিতে দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















