Kangana-Madhavan: ফের বড়পর্দায় কঙ্গনা-মাধবন, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবির কাজ শুরু চেন্নাইয়ে
New Movie Announcement: এই ছবির পরিচালনায় 'থালাইভি' পরিচালক বিজয়। এর আগে আর মাধবন ও কঙ্গনা রানাউত একসঙ্গে ২০১১ সালে 'তনু ওয়েডস মনু' ও ২০১৫ সালে 'তনু ওয়েডস মনু রিটার্নস' ছবিতে কাজ করেছেন।
নয়াদিল্লি: ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন আর মাধবন (R Madhavan) ও কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্যান-ইন্ডিয়া সাইকোলজিক্যাল থ্রিলার (Pan India Psychological Thriller) ছবির জন্য জুটিতে ফিরছেন তাঁরা। আজ থেকে চেন্নাইয়ে (Chennai) শুরু হল ছবির কাজ।
৮ বছর পর ফের একসঙ্গে মাধবন ও কঙ্গনা
চেন্নাইয়ে আজ থেকে শুরু হল কঙ্গনা রানাউত ও আর মাধবনের নতুন ছবির কাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এদিন কঙ্গনা নিজেই এই কাজের ঘোষণা করেন। তিনি লেখেন, 'আজ চেন্নাইয়ে আমরা আমাদের নতুন ছবির কাজ শুরু করলাম, একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বাকি বিস্তারিত খবর আসছে শীঘ্রই। আপাতত আপনাদের সঙ্গ ও আশীর্বাদ চাই এই অসাধারণ ও দারুণ চিত্রনাট্যের জন্য।'
এই ছবির পরিচালনায় 'থালাইভি' পরিচালক বিজয়। এর আগে আর মাধবন ও কঙ্গনা রানাউত একসঙ্গে ২০১১ সালে 'তনু ওয়েডস মনু' ও ২০১৫ সালে 'তনু ওয়েডস মনু রিটার্নস' ছবিতে কাজ করেছেন। বিজয়ের পরিচালনায় এই ছবির সিনেম্যাটোগ্রাফি করবেন নীরব শাহ। এর আগে একাধিক বক্স অফিস হিট ছবির কাজ করেছেন তিনি। এই ছবি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে।
Today in Chennai we started filming our new film, a psychological thriller.
— Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2023
Other details coming soon.
For now need all your support and blessings for this very unusual and exciting script 🙏 pic.twitter.com/GERsIYLsR7
এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন জি ভি প্রকাশ কুমার, যা মনে করা হচ্ছে থ্রিলারে অন্য মাত্রা এনে দেবে। দুই তারকার বড়পর্দায় পুনর্মিলনের জন্য উত্তেজিত প্রযোজনা সংস্থাও।
ছবির প্রথম দিনের শ্যুটিংয়ে হাজির হন রজনীকান্ত স্বয়ং। এখনও কাজ শুরু করেননি ম্যাডি ওরফে মাধবন। পোস্ট করে জানান অভিনেত্রী।
On our first day of the shoot God of Indian cinema Thalaivar himself thrilled us with a surprise visit on our set.
— Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2023
What a lovely day!! Missing Maddy @ActorMadhavan as he joins us soon ❤️ @Tridentartsoffc @rajinikanth @sanjayragh pic.twitter.com/DNE87M9Uru
এই ছবি ছাড়া কঙ্গনা রানাউতকে দেখা যাবে আগামী পিরিয়ড ড্রামা ঘরানার 'এমার্জেন্সি' ছবিতে। এই ছবির পরিচালনাও করেছেন 'ক্যুইন' নিজেই। এই প্রথম তিনি এককভাবে কোনও ছবি পরিচালনা করলেন। অন্যদিকে, আর মাধবনকে দেখা যাবে অজয় দেবগণের সঙ্গে পর্দা ভাগ করে নিতে। বিকাশ বহেল পরিচালিত থ্রিলার ঘরানার ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।