Kareena on Social Media: সোশ্যাল মিডিয়ায় নিজের 'তৃতীয় সন্তানের' ছবি পোস্ট করলেন করিনা কপূর খান
সম্প্রতি ইনস্টাগ্রামে 'তৃতীয় সন্তানের' ছবি পোস্ট করলেন করিনা কপূর খান। যা নিয়ে জল্পনা তুঙ্গে। তাহলে কি ফের মা হলেন করিনা কপূর খান?
![Kareena on Social Media: সোশ্যাল মিডিয়ায় নিজের 'তৃতীয় সন্তানের' ছবি পোস্ট করলেন করিনা কপূর খান Actress kareena kapoor khan post her third baby picture in social media Kareena on Social Media: সোশ্যাল মিডিয়ায় নিজের 'তৃতীয় সন্তানের' ছবি পোস্ট করলেন করিনা কপূর খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/aa0c3333761696142ca4e15706959138_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : বলিউডে যেন সবসময়ই হট টপিকে থাকেন বেবো করিনা কপূর খান। কখনও প্রথম সন্তানের নাম তৈমুর রাখায়। কখনও দ্বিতীয় সন্তানকে কেন্দ্র করে। আবার কখনও শরীরচর্চার ভিডিও প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত জীবন ভাগ করে নিতে পছন্দ করেন অভিনেত্রী। তাই যেমন নেট নাগরিকরা তাঁর এবং তাঁর সন্তান কিংবা পরিবারের সম্পর্কে জানতে চান, তাঁদের জন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন 'গুড নিউজ' নায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামে 'তৃতীয় সন্তানের' ছবি পোস্ট করলেন করিনা কপূর খান। যা নিয়ে জল্পনা তুঙ্গে। তাহলে কি ফের মা হলেন করিনা কপূর খান?
নিজের কেরিয়ার এবং পরিবার নিয়ে বেশ খুশিতেই রয়েছেন বলিউড নায়িকা করিনা কপূর খান। সইফ আলি খান, বড় ছেলে তৈমুর এবং মাত্র ৫ মাসের ছোট্ট জেহ-কে নিয়ে সুখের সংসার নায়িকার। অভিনেত্রী হিসেবে তিনি কতটা দক্ষ, তার প্রমাণ আমরা বহু ছবিতেই দেখে ফেলেছি। কিন্তু লেখিা হিসেবেও তিনি কতটা পাকাপোক্ত হয়েছেন, তা দেখার জন্য মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা। ইতিমধ্যেই দুবার মা হয়েছেন তিনি। আর মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে তাই এবার বইও লিখে ফেলেছেন। নাম দিয়েছেন 'প্রেগনেন্সি বাইবেল'। করিনা কপূরের এই বই মুক্তি পেতে আর মাত্র একটা দিন বাকি। তার আগে সেই বইয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। শুধু তাই নয়। নিজের লেখা বই 'প্রেগনেন্সি বাইবেল'কে নিজের তৃতীয় সন্তান বলেও উল্লেখ করলেন অভিনেত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই করিনা কপূর খানের লেখা বই 'প্রেগনেন্সি বাইবেল'-র নাম নিয়ে বেশ বিতর্ক দেখা দিয়েছিল। যেখানে কিছু মানুষ অভিযোগ তুলেছিলেন যে, বাইবেল খ্রীষ্টানদের ধর্মগ্রন্থ। এবং নায়িকা সেই ধর্মগ্রন্থের সঙ্গে প্রেগনেন্সি কথাটি যোগ করায়, তাঁদের ধর্মে আঘাত লেগেছে। যদিও এই বিতর্ক প্রসঙ্গে কোনও মত প্রকাশ করেননি নায়িকা।
প্রেগনেন্সি বাইবেল বইতে করিনা কপূর খান, মা হওয়ার সমস্ত উপলব্ধির কথা লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় দুই সন্তান তৈমুর এবং জেহ-র সঙ্গে তাঁর 'তৃতীয় সন্তান'-র ছবিও পোস্ট করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)