Mimi on Instagram: মিমির 'আম জিন্দেগি', প্রকাশ করলেন নতুন 'সিক্রেট'
লাল পাড় সাদা শাড়ি, সিঁথি কেটে বাঁধা খোঁপা, শ্যুটিং-এর ফাঁকেই 'আম জিন্দেগি'-তে মজে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন প্রিয় ফলের স্বাদ।
কলকাতা: লাল পাড় সাদা শাড়ি, সিঁথি কেটে বাঁধা খোঁপা, শ্যুটিং-এর ফাঁকেই 'আম জিন্দেগি'-তে মজে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন প্রিয় ফলের স্বাদ। রসনাতৃপ্তির সেই ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মিমি। প্রকাশ্যে 'মিমি'স সিক্রেট' এর দ্বিতীয় ভিডিও।
একদিকে কড়া শরীরচর্চা, অন্যদিকে পছন্দের খাওয়া দাওয়া। এই দুয়ের মধ্যে দিব্যি সামঞ্জস্য রেখে চলেন এই নায়িকা। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মিমি অনুরাগীদের কথা দিয়েছিলেন, প্রকাশ্যে আনবেন তাঁর কিছু গোপন কথা। সেই কথা রেখে চিট ডে'-র 'সিক্রেট ভিডিও' প্রকাশ করেছিলেন মিমি। আর আজ প্রকাশ্যে আনলেন সেই সিরিজের দ্বিতীয় ভিডিও। অনুরাগীদের জানালেন, কোন ফল সবচেয়ে প্রিয় তাঁর।
নতুন ভিডিতে দেখা গেল আম খেতে মশগুল নায়িকা। বললেন, 'লোকে কীভাবে ভালোভাবে আম খায় জানি না। আমি আসলে খেতে হয় আঁটি নিয়ে।' এই বলেই খোসা থেকে আম ছাড়িয়ে খেতে ব্যস্ত হয়ে পড়েন মিমি। ক্যাপশানে লেখা থাকল, 'আমি ঠিক এইভাবেই আম খাই। আর আপনি?' মিমির ছবিতে মজার কমেন্ট করেন টলিউডের তারকারা। মিমির ছবিতে স্মাইলি পোস্ট করেন আবীর চক্রবর্তী। রামকমল মুখোপাধ্যায় লেখেন, 'আচ্ছা, জানতে পেরে আনন্দিত হলাম।' ভিডিওর শেষে লেখা, 'আম খাও, সব ভুলে যাও'।
লকডাউনে গৃহবন্দি থেকেও সবসময় ভালো থাকার কথা বলেছেন, লিখেছেন মিমি চক্রবর্তী। অনুরাগীদের দিয়েছেন মন ভালো রাখান বিভিন্ন টিপসও। বাড়িতে বসেই আপাতত প্রিয় পোষ্যদের সঙ্গেই সময় কাটছে তাঁর। আর এর মধ্যেই নিজের লুক নিয়ে একটু কাটাছেঁড়া করেছেন সাংসদ। একেবারে নতুন লুকে অনুরাগীদের চমকে দিয়েছেন মিমি। নতুন হেয়ার স্টাইল করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবি। লকডাউনে বাড়িতে বসেই হেয়ারস্টাইল বদলে ফেলেছেন মিমি। নতুন ‘ব্যাংস’ নিয়ে ঝলমলে ছবি শেয়ার করেছেন সাংসদ। নরম রোদে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের লম্বা চুলের হেয়ারস্টাইল বদলেছেন মিমি। আর তাঁর নতুন স্টাইলে মুগ্ধ সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরাও। মিমির ছবিতে ইশা সাহা লিখেছেন, 'ব্যাংস'! দুটি হার্ট সাইন দিয়েছেন তিনি।